গ্রামীন সিমের এমবি কিভাবে দেখে ২০২৩

আমরা এখন কমবেশি সবাই স্মার্ট ফোন ব্যাবহার করে থাকি, এখনকার দিনে আমাদের প্রায় সব ধরনের কাজি আমরা মোবাইল ফোনের মাধ্যমে করে থাকি। আর সেই সব কাজ করতে দরকার হয় ইন্টারনেটের। ইন্টারনেট ছাড়া এখন আমাদের জীবন যেন আর এক মূহর্ত চলে না। আমাদের দেশের ছোট বড় প্রায় সব শিক্ষার্থিদের কে ব্যাবহার করতে হয় মোবাইল ফোন। তাই আমরা ফোনের উপর দিন দিন অনেক নির্ভর শীল হয়ে পরেছি। Gramine simer MB dekhe kivabe

বাংলাদেশে দিন দিন মোবাইল ফোন ব্যাবহারকারির সংখ্যা বেড়েই চলছে। সেই সাথে ফোন কোম্পানি গুলো তাদের নানান রকম অফার ও বারিয়ে দিচ্ছে তাদের গ্রাহক বাড়ানোর জন্যে। বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় সিম কোম্পানি হচ্ছে গ্রামীন ফোন কোম্পানি। তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৭ কোটি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলো তা হলো গ্রামীন সিমের ডাটা দেখার কোড নিয়ে।

গ্রামীন ফোন বিভিন্ন সময়ে নানান রকম অফার দিয়ে থাকে। আর সেই সকল অফার দেখতে ব্যাবহার করতে হয় বিভিন্ন রকম কোড নাম্বার। এতো গুলো কোড নাম্বার আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাই আপনাদের সুবিধার্থে  আমরা আজকে সাজিয়েছি আমাদের এই পোষ্ট। আসুন তাহলে দেখে নেয়া যাক।

ডাটা প্যাক দেখার নিয়ম

আমরা প্রথিমে জানবো ডাটা প্যাক দেখার নিয়ম। আমাদের প্রায় সব সময় এই কোডটির দরকার হয়। কারন নির্দিষ্ট একটি সময় থকে ইন্টারনেটের। যদি আমরা সেই তারিখের আগে পুনরায় প্যাকটি না নেই আমাদের ব্যালেন্সের টাকা কেটে যায়। তাই এটা আমাদের জন্যে খুবি দরকারি।

  • আমরা ডায়াল অপশনে গিয়ে লিখবো *121*1*4#  তাহলেই আমরা দেখতে পারবো ইন্টারনের ব্যালেন্স। 
  •  এছাড়া আরো একটি খুবি সহজ উপায় রয়েছে ডাটা চেক করার জন্যে। আর তার জন্যে আমাদের প্রথমে আমদের যেতে হবে প্লে-স্টোরে বা এপেল স্টোরে, সেখান থেকে আমদের লেখতে হবে MY GP , তাহলেই চলে আসবে আমাদের কাক্ষিত সেই অ্যাপ । এই  অ্যাপস টি ইন্সটল করলেইব সেখান থেকে আমরা দেখতে পারবো সব রকমের অফার। এবং এখান থেকেই আমরা নিতে পারবো সব ধরনের ঈন্টারনেট অফার, মিনিট , এবং এস এম এস। 

ব্যালেন্স মিনিট সহ সকল রকম সার্ভিস।আমাদের আর কন রকম কোড নাম্বার প্রেস করে ডায়াল করতে হবে না। বেচে যাবে আমাদের সময়। তবে আমাদের এই সুযোগ টি পেতে হলে আমাদের ফোনে থাকতে হবে ঈন্টারনেট লাইন। 

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আমদের পোষ্টি আপনাদের ভালো লাগবে। এরকম আরো সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।

আরো দেখুনঃ

কি ভাবে এয়ারটেলে এমবি দেখে

আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়

পল্টিবাজ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

Leave a Comment