পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

আমি ছাড়িতে চাহি কিন্তু পিছু টানতো মোরে ছাড়ে না।এরকম হাজারো কথা রয়েছে পিছু টান নিয়ে।মানুষ যতই তার অতিত ভুলতে চায় অতীত ততোই তাকে ঘীরে ধরে।মানুষ তার অতীত কে কখনো  ভুলতে পারে না।মানুষ তার পিছুটানের জন্যে অনেক সময় অনেক ক্ষতির সম্মুখিন হয়ে থাকে।তাই মানুষ চেষ্টা করে তার পিছু টানের পিছু ছারতে। pichu tan.

কিন্তু চাইলেই কি আর সব ছাড়া যায়,আমাদের অতীত আমাদের সাথে ছায়ার মতো লেগে থাকে।তাই আমরাও অতীত থেকে পালিয়ে বাচতে পারিনা।আমাদের অনেকের অনেক রকম পিছুটান থাকে।তাই একেক জনের কষ্ট একেক রকম।আমরা হয়তোবা ,আমাদের অতীতে খারাব কনো সময় পার করেছি,কিন্তু আমরা চাই সেই সময়ের সকল কথা ভুলে যেতে,সকল রকমের পিছুটান ছারিয়ে ফেলতে,আমরা কি তা করতে পারি?পারি না।তা করা খুবি কঠিন একটি কাজ।

পিছুটান নিয়ে উক্তি 

পিছুটান মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়ায়, মানুষ যদি সেই পিছুটানকে উপেক্ষা করে চলতে পারে তাহলেই সে সফল কাম হতে পারে।দুনিয়ার অনেক মনিষিগন অনেক সময় পিছুটান নিয়ে অনেক কথা বলে গেছেন।আসুন আমরা জেনে নেই সেই উক্তি গুলো। এগুলো আমাদের জীবনেও কাজে আসতে পারে।আমাদের সবার জানা উচিত যে বিখ্যাত ব্যাক্তিগন উক্তি নিয়ে কি বলে গেছেন।

  • ‘’বড় কিছু অর্জন করতে হলে অনেক সময় তোমাকে বড় কনো ঝুকি নিতো।                                                                                                                                                                     ‘’বিল গেটস’’
  • ‘’জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”  – আইনস্টাইন
  • “আগের অধ্যায় বার বার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই”                                                                                                                                                              – ইংলিশ প্রবাদ
  • কল্পনাশক্তিই হল আত্নার দৃস্টিশক্তি — সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  • মন হল সবচাইতে বড় তর্কশাস্ত্রবিদ –ফিলিপস
  • একটি মহৎঅন্তর, পৃতিবীর সমস্ত মাথার চেয়ে ভালো –বুলার লিটন

পিছুটান নিয়ে কিছু স্ট্যাটাস

পিছুটান আমাদের সবসময় পিছন থেকে টানতে থাকে,আমাদের এই উদ্দম নিয়ে এগিয়ে যেতে হবে,যেন কনো বাধা বিপত্তি আমাদের রুখতে না পারে,আমাদের লক্ষো থাকতে হবে অটল।তাহলেই আমরা পিছুটানের পিছু ছাড়াতে পারবো।আর জীবনে সফল হতে পারবো। জীবনের অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে ,আর ভবিষ্যতে তা প্রযোগ করতে হবে।তাহলেই আমাদের জীবনটা হয়ে উঠবে অনেক সুন্দর আর রঙ্গিন।

পিছুটান নিয়ে আমরা অনেকে আবার অনেক হতাশার মধ্যে ডুবে যাই,আর আমাদের জীবনের খেই হারিয়ে ফেলি।পিছুটান আমাদের জীবনে থাকবেই,তা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।আর আমাদের জীবনের খেই শক্ত হতে ধরতে হবে।পিছুটান কাটিয়ে উঠে জীবনের লক্ষ্য ঠিক করাটাই হলো মুখ্য বিষয় ।

আসুন আমরা জেনে নেই পিছুটান নিয়ে সুন্দর কিছু স্ট্যাটাস,যা কিনা আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো।আর আমাদের বন্ধুদের মধ্যা আমাদের অনুভুতি গুলো সবাইতে জানাতে পারবো।

  • অতীত খুঁজে পাওয়া চিঠি, দেখি জীর্নতার ধূলো মেখে, পড়ে রয়েছে মনিকোঠার এক কোনে। ভারাক্রান্ত হৃদদরিয়ার চাপা যাতনায়, চিন চিনে ব্যথায় বুক ফাটে।
  • তোর কন্ঠস্বর আজও মনের দেওয়ালে তীব্র আঁচড় মারে, সম্পর্ক অতীত জেনেও মন শুধু তোকেই খোঁজে বারেবারে ৷
  •  অতীতে বাস করো না, ভবিষ্যতের স্বপ্ন দেখো না৷ নিজের মনকে পুরোপুরিভাবে বর্তমানের উপর নিয়ন্ত্রিত রাখো।

— বুদ্ধা

  •  যখন তোমার অতীতকে তুমি বর্তমান বানিয়ে ফেলো তখন তুমি ভবিষ্যত হারিয়ে ফেলো।                                           -সিসি গ্যাভরিলাকি
  • আমার অভিজ্ঞতায় কোনো অতীত নেই,নেই কোনো ভবিষ্যত। সব কিছুই সাধারণ।
  • অতীতকে চলে যেতে দাও তবে অতীতের শিক্ষাগুলোকে রেখে দাও যা তোমাকে শিখিয়ে গেছে।

— ছিয়ারা গিজ্জি

  •  তোমার অতীত হলো একটা গল্প, এবং একবার যখন তুমি এটা বুঝতে পারবে তখন এর আর কোনো প্রভাবই তোমার উপরে থাকবে না।                            ”চাক পালাহিউন্ক”
  •  . পিছুটান আমার ভিতরে দ্বিতীয় হৃদপিন্ড এর মতো হৃদস্পন্দিত হতে থাকে।

— জন বানভিলে

পিছুটান নিয়ে কবিতা

পিছুটান নিয়ে অনেক সময় অনেক কবিগণ অনেক কবিতা রচনা করেগেছেন।অনেকেই এই পিছুটানের কারনে জীবনে এগিয়ে যেতে পারে নি।আর তাই কবিদের মনের ভাব তাদের কবিতার মাধ্যমে প্রকাশ পেছে।আসুন আমরা পিছুটান বা অতীত নিয়ে কিছু কবিতা জেনে নেয়া যাক।

পিছুটান

– ফারিহা নোশীন বর্ণী

জীবনের সব কোমলতা হয়ে গেছে স্মৃতি

পেছন ফিরলে চোখে পড়ে পুরোনো সেই দ্যুতি।

হিসেবের খাতা মেলে না এখন কিছুতেই-

সেই মন কী করে পাল্টে গেলো এক ঝলকেই!

ভুলেছি সেই মধুর চাহনি আর মিষ্টি সু্‌র,

এখন চারদিকের বাতাসে মেশানো থাকে কর্পূর;

মৃত হাসিদের কবর দিয়েছি আমি,

জীবনের কাছে আর কিছু চাইবার নেই দামি।

কোনটা মুখ আর কোনটা মুখোশ- কে জানে?

কেউ কি আর মরচেপড়া আমিটাকে টানে?

সব কোমলতা হারিয়ে হয়েছে অতীত,

সব ছেড়ে এসেও কেন ভুলতে পারি না

হারানো সেই গীত!

পিছুটান

আড়ালে হারিয়ে বলো কী পেয়েছ

পিছনে অতীত ফেলে?

অভিমান ভুলে সেই তো আবার

পিছনেই ফিরে এলে!!

সুখের স্মৃতিরা গোপনে হারিয়ে

এভাবেই পিছু ডাকে,

হারানো পথের বাঁকে বাঁকে তার

আহবান লেখা থাকে।

পিছুটানে সেই পথে আনবেই

জোনাকিরা আলো জ্বেলে।।

ফেলে আসা তিথি ফেলে দেয়া স্মৃতি

হারায় না জেনো দূরে,

জেগে উঠে প্রাণে আবারো সে গানে

ভুলে যাওয়া সুরে সুরে।

প্রিয় পাঠক,আশা করি আমাদের পোষ্টি আপনাদের ভাল লেগেছে।এরকম আরো সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি।আমরা আপনাদের মনের মতো পোষ্ট নিয়ে আশার চেষ্টা করবো। 

আরো পড়ুন-

পল্টিবাজ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

 

Leave a Comment