অলসতা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

আজকে আমরা যে বিষয় নিয়ে কথা আলচনা করবো তা হলো অলস্তা।অলসতা একজন মানষের জীবনকে ধ্বংসের ধার প্রান্তে পৌছে দেয়,একজন অলস মানুষ কনো দিনই তা লক্ষে পৌছতে পারে না। বরং তার জীবনকে আরও অসহনীয় করে তোলে।তাই আমাদের সকল প্রকার অলসতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। aloshota niye ukti

অলসতা দূর করার উপায়

অলস ব্যাক্তি সবার কাছেই বোঝা,সে তার পরিবার ,সমাজ, দেশ,এবং তার নিজের কাছেও বোঝা হয়ে থাকে। মানুষের কাছে তাদের কাছে শুনতে হয় অনেক রকম তিক্ত কথা। তাই আমাদের অলসতা দূর করতে হবে। অলসতা দূর করার প্রথম উপায় হলো মনের জর।মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে করতেই হবে।আমাকে পারতেই হবে।

অলস ব্যাক্তি বেশির ভাগ সময় ভিতু হয়ে থাকে।তারা ভিতরে ভিতরে মনে করে যে আমাকে দিয়ে এই কাজ হবে না।বা আমি এই কাজ করতে পারবো না।এই ভেবে তারা হাত গুটিয়ে বসে থাকে। তারা চেষ্টাটুকু পর্যন্ত করে না।তাই তারা একসময় অলশ হিসেবে পরিচিত হয়ে যায়। অলসতা দূর করতে হলে আমাদের যা যা করতে হবে তা হলোঃ

  • কনো কাজকে পরের করবো এই বলে ফেলে রাখা যাবে না।
  • মনের বল বাড়াতে হবে,মনকে স্ট্রং করতে হবে।
  • একবারে না হলে বারে বারে চেষ্টা চালিয়ে যেতে হবে।
  • কনো ভাবেই কাজের প্রতি অনিহা সৃষ্টি করা যাবে না।
  • কাজকে ভালবাসতে হবে,ভালবাসার সাথে কাজ করলে কাজ খুব সুন্দর হয় এবং কাজ খুব দ্রুত হয়ে থাকে।
  • লক্ষ রাখতে হবে অটুট এবং মনে প্রাণের চেষ্টা করতে হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য।
  • এবং কি অবশেষে বলা যায় ভালো কোন মনোবিজ্ঞানীর কাছ থেকে কাউন্সেলিং নিয়ে যেতে পারে যা মনোবল কে বাড়িয়ে দেয়।

এভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে অলসতাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিতে, তা না হলে অলসতা আমাদেরকে জীবন থেকে সরিয়ে দেবে। এটি খুব ভয়ানক ব্যাধি যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই ব্যাধি যেন আমাদেরকে গ্রাস করতে না পারে।

অলসতা নিয়ে স্ট্যাটাস

অলসতা আমাদের মনের জোরকে কমিয়ে দেয় আমাদের মনকে দুর্বল করে তোলে। তাই আমাদের আত্মীয়-স্বজন ভাই ও বন্ধুদের থেকে খেয়াল রাখতে হবে যাতে তারা  অলসতায় ডুবে না যায়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক রকম স্ট্যাটাস বা পোস্ট শেয়ার করে থাকি, যাতে তা আমাদের বন্ধুবান্ধবদের সচেতন করতে সহায় ভূমিকা পালন করে । তাই আমাদের স্ট্যাটাস গুলা হওয়া উচিত মানসম্মত। তাহলে আসুন আমরা জেনে নেই অলসতা নিয়ে কিছু স্ট্যাটাস

  • আমি কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তি কে নিয়োগ দেব , কারণ কঠিন কাজ কে সে সহজ করে করার চেষ্টা করবে।
  •  অলসতা মানুষের মস্তিষ্ককে গ্রাস করে ফেলে, যেন তারা কাজের কথা চিন্তাও করতে না পারে।
  • অলসতা মানুষের কর্ম স্পৃহা কে নষ্ট করে দেয়,
  • মানুষের সফলতার পথে প্রধান বাধা হলো অলসতা, আর এই বাধা কাটিয়ে উঠতে পারলেই সফলতা তার কাছে ধরা দিতে বাধ্য হয়।
  • অলস মস্তিষ্ক শয়তানের কারখানা,
  • অলস ব্যক্তি কখনো ভালো মানুষ হতে পারে না, কারণ সে সবসময় চেষ্টা করে কিভাবে সহজে পৌঁছানো যায় তার লক্ষ্যে।
  • বিশ্রাম কাজের অংশ আর অলসতা হলো কাজের শত্রু।
  • অলসতা মানুষের আয়ুকে কমিয়ে দেয় ,পরিশ্রম যেভাবে মানুষকে সুস্থ রাখতে সহায়তা করে

অলসতা নিয়ে উক্তি

বর্তমান সময়ে পৃথিবীতে চলছে একের পর এক নানা মহামারী। যার কারণে চলে যাচ্ছে মানুষের কাজ। মানুষ হারাচ্ছে তার প্রিয় কর্মস্থল, তাই মানুষ হয়ে উঠছে অলস। অলসতা আমাদের সমাজে বিশাল ভাবে বিস্তার লাভ করেছে ,আমাদের উচিত এই অলসতা কে দূর করে সমাজকে, দেশকে ,জাতিকে কর্মমুখর করা তাহলে আমরা বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

আমাদের হতে হবে উন্নত জাতি যার প্রধান হাতিয়ার হচ্ছে পরিশ্রম। আমাদের রয়েছে প্রচুর জনসংখ্যা যাকে কাজে  লাগিয়ে আমরা হয়ে উঠতে পারি একটি উন্নত দেশ। অলসতা নিয়ে অনেক মানষীগণ দিয়ে গেছেন তাদের মূল্যবান উক্তি আসুন আমরা জেনে নেই সেই মূল্যবান উক্তিগুলো

  • অলস ব্যক্তিদের দুইটি কথা-এটি পারবোনা এবং  অন্যটা হল, দরকার নেই।– বার্নার্ড উইলিয়ামস
  • যদি আমরা আজকে শুরু না করি, আগামীকাল  তা অনেক দেরি হয়ে  যেতে পারে।–আন্থনি টি হিঙ্কস
  • অলসতা এক গোপন বিষয় যা ব্যর্থতার  দ্বার প্রান্তে নিয়ে যায়, কিন্তু তা শুধু  অলসদের কাছেই গোপন থাকে যারা ব্যর্থ হয়।— রবার্ট হাফ
  • অলসতার সাথে  সময় নষ্ট করাকে ব্যাখ্যা করার কোন দরকার নেই এবং  সে নিজেই  হয়ে ওঠে নিজের ওজুহাত।–ক্রিস্টোফার মরলে
  • অলসতা দেখতে আকর্ষণীয় হলেও তৃপ্তি শুধু কাজের মাধ্যমেই মেলে।

— এনি ফ্রাংক

অলসতা নিয়ে কবিতা

অলসতা নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম,এখন আমরা জানবো অলসতা নিয়ে কয়েকটি কবিতা।অনেক কবিগন এই অলসতা নিয়ে রচনা করেছেন অনেক মজার মজার কবিতা,আসুন তাহলে দেখেনেয়া যাক কিছু কবিতা 

                    অলসতা

কাল করবে বলে কাজটি রেখে দিলে আজ,
কালকে করা হবে নাতো তোমার সেই কাজ।
আজকের কাজ অলসতায় রেখে দিলে কেনো?
আগামীতে আরো কাজ জমা হবে জেনো।
রেখে দেয়া কাজগুলো তাই বাড়বে দিনে দিনে,
  বিন্দু বিন্দু জলে সাগর হবে তোমায় নাহি চিনে।

পাহাড় সমান হবে তোমার জমে রাখা সব কাজ,
করতে গিয়ে বুঝবে তখন মাথায় পড়বে বাজ।
তোমার কাজের সাথী ছিলেন এতোদিন যারা,
কাজের মাঝে এগিয়ে গেছেন এখন নেই তারা।

দশের মাঝে আছে যা — তোমার মাঝেও তা,
পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে — তোমার অলসতা।
সময়ের কাজ সময়েই করো — ঠেকবে না কোনোদিন,
সকল কাজেই সুফল পাবে, হবে না কোনো ঋণ।

শেষ কথা 

 আমরা অলসতা নিয়ে স্ট্যাটাস ও উক্তি জানতে পারলাম,আমাদের এই পোষ্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই  আনন্দিত।এরকম আরো সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।আশা করি আপনাদের ভালো লাগবে। 

আরো পড়ুন-

আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়

পল্টিবাজ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

হাঁটা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

Leave a Comment