মোবাইল চার্জ দেয়ার সঠিক নিয়ম- মোবাইল অনেক দিন ব্যাবহার করা যায় যে উপায়ে

আমরা প্রায় সবাই এখন স্মার্ট ফোন ব্যাবহার করে থাকি,বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ মানুষ স্মার্ট ফোন ব্যাবহার করে থাকেন। স্মার্ট ফোন এখন আমাদের খুবি প্রোয়োজনীয় একটি জিনিস। ফোন ছাড়া এখন আমাদের এক মূহর্তো কাটে না। আমরা প্রায় পুরো পুরি ভাবেই ফোনের উপর নির্ভরশীল হয়ে পরেছি। আমাদের অনেক কাজও আবার ফোনের মাধ্যমেই করতে হয়, তাই এই স্মার্ট ফোন আমাদের সাথেই রাখতে হয়। Mobile charge deyar shothik niyom

আমরা ফোনের অনেক যত্ন করে থাকি, কিন্তু আমরা যে যত্নটা করছি তা কি ফোনের জন্যে ভালো নাকি খারাপ তা আগে আমদের দেখতে হবে। কারন অনেক সময় আমরা মনে করি যে এই ভাবে যত্ন করলে হয়তো আমাদের প্রিয় ফোনটা হয়তো অনেক দিন ব্যাবহার করা যাবে, তবে দেখা যায় যে আমাদের কারনেই আমাদের ফোনটা অতি তারাতারি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগে আমাদের ফোনের সঠিক যত্ন শিখতে হবে। তাহলেই আমাদের ফোন ভালো থাকবে আর অনেক দিন ব্যাবহার করতে পারবো।

আসুন তাহলে যেনে যাক কিছু দরকারি তথ্যঃ

চার্জ দেয়ার প্রয়োজনীয়তা

ফোন আমাদের অতি দরকারি জিনিস তাই এটাকে সব সময় আমাদের সাথেই রাখতে হয়, আর সাথে যেহেতু রাখতে হয় তাই এটাকে নিয়মিত চার্জ দিতে হয়, কারন চার্জ না থাকে তো আর আমাদের কোন কাজে লাগবে না। ফোন চার্জ দিতে হয় ফোন কে সচল রাখতে, অনেক সময় যেন আমরা মোবাইলটা ব্যাবহার করতে পারি সেই জন্যে, আমরা অনেক সময় আমাদের কাজের কারনে অনেক দূরে গিয়ে থাকি, কিন্তু সব জায়গায় তো আর ফোন চার্জ দেয়ার ব্যাবস্থা থাকে না , আনা আবার আমাদের হাতে পর্যাপ্ত সময়ও থাকে না। তাই ফোন চার্জ দেয়ার গুরুত্ব অনেক বেশি।

আসুন আমরা এখন জেনে মোবাইল সঠিক ভাবে চার্জ দেয়ার কিছু নিয়ম। কারন ফোন সঠিক ভাবে চার্জ করলে ফোন ভালো থাকে, ফোনের ব্যাটারির স্বাস্থ ভালো থাকে। তাই মোবাইলকে সঠিক ভাবে চার্জ করা খুবি দরকারি। 

mobile theke bacca der dure rakhun

মোবাইল চার্জ দেয়ার সঠিক নিয়ম

আমাদের প্রিয় ডিভাইস কে ভালো রাখতে আমরা সবাই চাই, একটি ফোন অনেক দিন ব্যাবহারের ফলে সেখানে আমাদের নানা রকম সব দরকারি ডকুমেন্টস ,ছবি ও তথ্যাদি থেকে থাকে,তাই মোবাইল টা যদি হাঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে আমরা খুবি ঝামেলায় পরে যাই,তাই একটি মোবাইলকে কিভাবে দীর্ঘদিন ব্যাবহার করা যায় তাই আজকে জানবো। আসুন তাহলে জেনে নেয়া যাক।

  • সঠিকভাবে ফোন চার্জ করলে ফোনের ব্যাটারি অনেক দিন ভালো থাকে,তাই ফোনটাও অনেক দিন ভাল থাকে।
  • ফোন চার্জ দেয়ার সময় খুবি সতর্ক থাকেতে হবে। ফোন চার্জে থাকা কালীন কোন ভাবেই মোবাইল চালানো যাবে না। এতে করে আমাদের মোবাইলের ব্যাটারির অনেক বড় ক্ষতি হয়ে যায়।
  • ফোন চার্জ ২০% এর নিচে নেমে যাওয়ার আগেই আমাদেরকে মোবাইল চার্জ করতে হবে।আবার ৮০% হওয়ার আগেই চার্জ থেকে সরিয়ে ফেলতে হবে। এভাবে ব্যাবহার করলে ফোনের ব্যাটারির স্থায়িত্ব অনেক বেড়ে যায়। আমাদের ডিভাইস টিও অনেক ভালো থাকে।
  • ফোন চার্জ করার সময় অবশ্যই ফোনের অরিজিনাল চার্জার ও ক্যাবল ব্যাবহার করতে হবে।এতে করে ফোনের পাওয়ার সাপ্লাই সঠিক থাকে।
  • ফোনের কাভার ব্যাবহারে আমাদের সতর্ক থাকতে হবে। ফোনে কাভার ব্যাবহার না করাই উত্তম,কারন ফোনের কাভার থাকার কারনে ফোন তারাতারি গরম হয়ে যায়,বাহিরের বাতাস ফোনে লাগতে পারে না,তাই ফোন ঠান্ডা হতে পারে না।

মোবাইল ব্যাবহারে কি কি সতর্কতা মেনে চলতে হয়

মোবাইল যেমন আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে আবার অনেক রকম সমস্যা সৃষ্টি করেছে।নিয়ম মেনে ফোন ব্যাবহার না করলে শারিরীক ও মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই মোবাইল ফোন ব্যাবহারে আমাদের সতর্ক হতে হবে। আসুন তাহলে জেনে নেয়া যাক মোবাইল ফোন ব্যাবহারে কি কি সতর্কতা ব্যাবহার করা উচিত:

  • রাতে ঘুমানোর সময় আমরা অনেকে আমাদের ফোনট আমাদের বালিশের নিচে নিয়ে ঘুমাই।যা আমাদের শরীরের জন্যে খুবি ক্ষতিকর ,কারন মোবাইল ফোনে রাতে অতি মাত্রায় রেডিয়েশন নির্গত হয়, যা আমাদের ব্রেনের জন্যে খুবি ক্ষতিকর। তাই ঘুমানোর সময় ফোন দুরে রেখে দিতে হবে।
  • ফোন যতটা সম্ভব দুরে রাখতে হবে।প্রযোজন ছাড়া ফোন কাছে নেয়া বা ধরা কমিয়ে দিতে হবে।
  • আমাদেরব শিশুরা খুব বেশি পরিমান ফোন ব্যাবহার করে থাকে,যা তাদের জন্যে খুবি ক্ষতিকর।তাদেরকে ফোন থেকে দুরে রাখতে। 
  • ২ বছরের কম বয়সের বাচ্চাদের ফোন দেয়াই যাবে না, আমরা অনেক সময় বাচ্চারা খায়না বলে তাদের ফোন দেখিয়ে খায়িয়ে থাকি,যা তাদের জন্যে হুমকি সুরুপ।তাই তাদের সামনে বড়দের ফোন চাপা থেকে বিরত থাকতে হবে। 
  • ফোনের মাধ্যমে আমাদের শরীরে অনেক রকম জীবানু আক্রান্ত হয়ে থাকে।কারন আমরা সব কাজ করার পর হাত না ধুয়েই আবার ফোন চাপা শুরু করে দেন। আবার তারপর আমরা আবার সেই হাত মুখে ও চোখে হাত দিলে জীবানু আমাদের আক্রান্ত করে ফেলে। তাই ফোন ব্যাবহার করার পর সাথে সাথে হাত ধুয়ে ফেলতে হবে।

 

আরো পড়ুন:-

কোরবানির ইতিহাস ও সঠিক নিয়ম- কোরবানির তাৎপর্য

টাকা কামানোর সহজ উপায়

পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

হাঁটা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

অলসতা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

জেলে নিয়ে উক্তি,ক্যাপশন ও কবিতা

 

Leave a Comment