হাতপাখা নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা

বাংলাদেশের সংস্কৃতির সাথে হাতপাখা খুবি অঙ্গাঙ্গী ভাবে জরিয়ে আছে। আমাদের দেশে যুগ যুগ ধরে মানুষের গরম থেকে বাচার জন্যে এই বস্তুটি ব্যাবহার করে আসছে। আমাদের দেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। দেশের অনেক জায়গায় পৌছে গিয়েছে বিদ্যুৎ। মানুষ হয়েছে অনেক আধুনিক। দেশের এখন প্রায় সব ঘরেই রয়েছে বিদ্যুৎ চালিত ফ্যান। সবাই এখন হরহামেসাই ব্যাবহার করে থাকেই এই ফ্যান। তাই আমাদের ঘরে থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে নিচ্ছে এই গরমের বন্ধু হাতপাখা। Hat pakha niye stutas o caption. 

আগের দিনে যখন দেশে এই রকম বিদ্যুৎ ছিল না তখন মানুষের অন্যতম সাথী ছিল এই হাত পাখা। আমাদের অনেকের শৈশব জড়িয়ে রয়েছে এই হাতপাখার সাথে। বর্তমানে দেশের যে অবস্থা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে পূর্বের নেয় আবার হাতপাখার প্রচলন বেড়ে যাবে। কারন দেশে এখন লোডশেডিং এর পরিমান দিন দিন চরমে পৌছে যাচ্ছে। 

মানুষ গরমে অতিষ্ট হয়ে যাচ্ছে। তাই এখন আর কারেন্টের ফ্যানের তেমন কোন কাজ নেই। এখন আমাদের সাথী হচ্ছে আগের মত হাতপাখা। যা আমাদের সাথে কখনই প্রতারনা করবে না। সে নিজেকে উজার করে তার ঠান্ডা বাতাস দিয়ে আমাদের শরীরকে করে দেবে শীতল। আমরা সেই শীতলতায় মুগ্ধ হয়ে শরীরকে এলিয়ে দেব ঘুমের কোলে।

হাতপাখা নিয়ে ক্যাপশন

হাতপাখার সাথে আমাদের পরিচয় সেই ছোট বেলা থেকে।আমাদের মায়েরা আমাদেরকে তার মমতা মাখা হাত দিয়ে বাতাস করতেন,সেই বাতাসে আমরা ঘুমাতাম খুবি শান্তি নিয়ে। যে বাতাসের মাঝে থাকতো মায়ের মমতা, যা বাতাসের সাথে মিশে শরীরকে করে তুলতো সতেজ। আজ সেই ভালবাসা হারিয়ে যেতে বসেছে এসির ঠান্ডা বাতাসের কারনে। আসুন আমরা জেনে নেই হাত পাখা নিয়ে কিছু সুন্দর ক্যাপশন:

  • কারেন্টের ফ্যান, এসি,আসে যায়, হাতপাখা থেকে যায়।
  • হাতপাখার সাথে আমাদের নতুন প্রজন্মের সাথে পরিচিত হওয়ার সময় এসেছে,কারন কারেন্ট ধোকা দিতে শুরু করেছে।
  • হাতপাখা আর ঘুম যেন দুটি দুই মেরুর বস্তু,কারন একটি অপরটি ছাড়া আসতে পারে না।যেমন: হাতপাখা না ঘুরলে ঘুম আসে না, আর ঘুম আসলে হাত পাখা ঘুরে না।
  • হাত পাখা যত রকমেরই হোক না কেন , বাতাস কিন্তু এক রকমেরি লাগে।
  • তোমাকে ছাড়া আমি বড় অসহায়,আমি বড় একা,আমি যে বাচি না তোমায় ছাড়া, ও আমার হাতপাখা। 
  • হাতপাখা মানুষের জীবনে এনে দিয়েছিল বাতাসের সুখ, আর সেই সুখ কেরে নিয়েছিল কারেন্টের ফ্যান। এখন আবার দিন এসেছে হাতপাখার।

hat pakha niye status o caption

হাতপাখা নিয়ে স্ট্যাটাস

হাতপাখার দিনে ভালবাসা ছিল অন্য রকম, স্বামী ভাত খেটে বসলে তার স্ত্রী পরম ভালবাসা নিয়ে তাকে হাতপাখা দিয়ে বাতাস করতে হবে যেত। সে সময় তাদের মধ্যে ভালবাসা ছিল খুবই নিবীর। সেই হাতপাখার বাতাসে জুড়িয়ে যেত স্বামির শরীর ও মন। তাই হাতপাখার কোন বিকল্প হতে পারে না। কারেন্টের ফ্যান এসে সেই ভালবাসা তাদের কাছে থেকে কেরে নিয়েছে। 

এখন স্বামী খাবার থেতে বসলে স্ত্রী আর হাতপাখা নিয়ে পাশে বসে থাকে না। কারন মাথার উপর তো কারেন্টের ফ্যান পত পত করে ঘুরছে।  আমরা এখন সেই হাতপাখা নিয়ে কিছু স্ট্যাটাস জানবো। কারন এখন পুনরায় চলে আসছে সেই হাতপাখার দিন । আসুন তাহলে জেনে নেয়া যাক হাতপাখা নিয়ে কিছু স্ট্যাটাসঃ 

  • হাতপাখা শুধু মানুষকে বাতাসি দিতো না, দিত ভালবসার এক পরম ছোয়া।
  • তোমার হাতপাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় থাক তুমি থাক আমার পাশে।
  • হাত পাখা অনেক রকমের হয়ে থাকে, কিন্তু তাল পাতার হাতপাখাই সেরা।
  • আমি থাকবো যখন তোমার পাশে, তুমি থেকো আমার পাশে,শুধু হাতে রেখ হাতপাখা, তবেই জুড়াবে আমার পরান।
  • এই গরমে তুমি থাকো আর না থাকো ,হাতপাখা তো থাকতেই হবে।
  • গরমের আস্তা, হাতপাখায় ঠান্ডা।
  • হাতপাখা নিয়ে হয়তো অনেক কিছু আপনি মানুষকে বলতে শুনবেন না। কিন্তু হাতপাখা আমাদের নীরবে মৃদু বাতাস উপহার দিয়ে যাচ্ছে।

হাতপাখার উপকারিতা

হাতপাখার অনেক রকম উপকারিতা রয়েছে। হয়তো আমরা আগে এভাবে চিন্তা করে দেখি নাই। কিন্তু এই উপকারি বস্তটি নিয়েও আমাদের চিন্তা করতে হবে। কারন এই হাতপাখা আমাদের অনেক রকম উপকার হয়ে থাকে। এই পাখা আমাদের পরিবেশ বান্ধব, কারন আপনি যদি তাল পাতা দিয়ে একটি পাখা তৈরি করেন তাহলে দেখবেন সেই পাখার বাতাস খুবি ঠান্ডা, মনে হবে যে এটা যেম প্রাকৃতিক বাতাস।

এই বাতাস পেতে আপনাকে কোন রকম পাওয়ার খরচ করতে হয় না। তাই প্রকৃতির কোন ক্ষতি হয়না। এই পাখার মধ্যে মিশে আছে অনেক রকম ভালবাসা। যেমন স্ত্রী তার স্বামীকে যখন বাতাস করে তখন তার মধ্যে থাকে অন্যরকম এক ভালবাসা। আবার সেই পাখাই যখন একজন মা তার সন্তানকে করেন তখন এই বাতাসে থাকে মায়ের মমতা। যা আপনি কারেন্টের ফ্যানের বাতাসে পাবেন না। বর্তমানে প্রচুর পরিমানে লোডশেডিং হয়ে থাকে, আর লোডশেডিং এর সময় আমাদের ফীরে যেতে হয় সেই হাতপাখার কাছেই। তাই হাতপাখা আমাদের অনেক উপকারি।

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আমাদের এই পোষ্টি আপনাদের কাছে ভাল লাগবে,এই পোষ্টে আমরা আপনাদেরকে মজার ছলে কিছু স্ট্যাটাস ও ক্যাপশন দেয়ার চেষ্টা করেছি। এরকম আরো পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।

আরো পড়ুন-

গরমে ত্বকের যত্ন কিভাবে নেব

গরমে নবজাতক শিশুর যত্ন-শিশুকে সুস্থ রাখতে মেনে চলুন এই টিপস গুলো

বাংলাদেশে লোডশেডিং এর কারণ কি- লোডশেডিং থেকে রক্ষার উপায়

আগুন নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

বিকাশের টাকা দেখার নিয়ম

অল্প পড়ে ভাল রেজাল্ট করার উপায়

দায়িত্ব নিয়ে উক্তি, স্ট্যাটাস

পড়ায় মনোযোগ ফিরিয়ে আনতে ১০ টি টিপস

Leave a Comment