ত্যাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা- কিছু কথা

ত্যাগ মানুষের এক মহান ব্রত।মানুষ যখন ত্যাগ করতে শেখে তখন সে একজন প্রকৃত মানুষ হিসেবে হরে উঠে। ত্যাগ মানুষকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করে, আর ভোগ মানুষকে অমানুষ করে গড়ে তোলে।ভোগের নেশা মানুষকে মানুষের প্রতি হিংসাত্মক করে তোলে, মানুষের প্রায় সকল অন্যায় কাজ শুরুর কারন হচ্ছে ভোগ, আর এই ভোগ বাদ দিতে পারলেই আমরা গরতে পারবো এক সুন্দর দেশ। Tiyag niye status, ukti o kobita

আমরা আমাদের দেশে অনেক রকম মানুষ দেখতে পাই, অনেক লোক আছে যারা শুখু খাই খাই করে, তাদের খেয়ে কোন সময়ই পেট ভরে না, তাদের পেটের থেকে মনের ক্ষুধা থাকে সবচেয়ে বেশি। তাই তাদের মনে কখনো শান্তি হয় না। আর একরকমের মানুষ আছে যাদের বেশি খেতে হয় না, তারা অন্যকে দিয়ে বা খাইয়ে বেশি মজা পায়, তাদের মনে থাকে অন্য রকম এক তৃপ্তি, তারা মানসিক দিক দিয়ে থাকে অনেক সুখে। তাই আমাদের মানসিক শান্তিতে থাকতে হলে অবশ্যই ত্যাগ করা শিখতে হবে।

ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ

আমাদের দেশে একটি কথা প্রচন রয়েছে তা হলো ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ ,আর এই সুখ অর্জন করতে হলে আমাদের ত্যাগি হতে শিখতে হবে।আমাদের এই সমাজ ব্যাবস্থা একটি ভোগবাদী সমাজ ব্যাববস্থা, তাইতো এখানে এতো পরিমান অন্যায় ও অত্যাচার হয়ে থাকে। সমাজ থেকে যদি এই ভোগ বাদী ব্যাবস্থা বাতিল করা যায় তাহলেই কেবল সমাজের উন্নতি করা সম্ভব। মানুষে যদি মানুষের জন্যে না ভাবে তাহলে আর কে ভাববে। তাই আমাদের চিন্তা আমাদেরি করতে হবে। 

আমাদের এক সুন্দর সমাজ গড়ে তুলতে হবে, তা নাহলে আমাদের পরবর্তি প্রজন্ম আমাদের দিকে অঙ্গুল তুলবে। তাদের জন্যে আমাদের এই পৃথিবীটাকে অনেক ভাল এবং বাস যোগ্য করে রেখে যেতে হবে। তাহলেই আমরা তাদের থেকে ভালো কিছু আশা করতে পারি। তা না হলে আমরা তাদের থেকে কখনই ভাল কিছু আশা করতে পারি না। মানুষ যদি ত্যাগ করা শিখে তাহলে কখনই ভালো মানুষ বা মানুষের মত মানুষ হতে পারবে না। তাই ত্যাগ করা শিখাটা অনেক জরুরী।

ভোগ নিয়ে কিছু কথা 

ভোগ নিয়ে আমরা অনেক কথাই শুনে থাকি,আমাদের সমাজে ভোগকে অনেক উৎসবের মতো করে পালন করা হয়ে থাকে, ভোগকে মানুষ তাদের হক মনে করে থাকে।তাই তোমাজের গরীব মানুষেরা রতো পরিমাণ অবহেলিত হয়ে থাকে। ভোগবাদী এই সমাজে সবাই তার নিজের বিলাসী জীবন নিয়ে ব্যাস্ত সময় পাড় করে থাকেন তাদের কি আর গরীব লোকদের উপর কোন নজর আছে? ভোগ মানুষের মনে কোন শান্তি দেয় না। বরং তাদেরকে হীনমন্যতায় ডুবিয়ে দেয়। আর ত্যাগ মানুষের মনে এক প্রকার শান্তু সৃষ্টি করে যা অন্য কেউ কল্পনাও করতে পারবেন না। 

ত্যাগ  নিয়ে স্ট্যাটাস

আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখিন হয়ে থাকি, অনেক কিছু আমাদের চোখ দিয়ে দেখতে হয়, কিন্তু আমরা কিছু বলতে পারিনা। কারন তাদের সংখ্যা টা অনেক বেশি, তাই আমরা কিছু বলতে পারি সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেখানে আমরা প্রায় সব কিছু শেয়ার করে থাকি। তাই আমরা অনেক বিষয় নিয়ে সেখানে স্ট্যাটাস দিয়ে থাকি। তাই আমরা এখন জানবো কিছু ত্যাগ নিয়ে স্ট্যাটাস। আসুন তাহলে জেনে নেয়া যাকঃ

  • ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ।
  • আপনি যদি কিছু পেতে যান তাহলে আপনাকে অবশ্যই কিছু ত্যাগ করতে হবে।
  • মানুষ তার ভালবাসার মানুষের জন্যে সব কিছুই ত্যাগ করতে পারে,কিন্তু তার ভালোবাসাকে কখনই ত্যাগ করতে পারে না।
  • মানুষ তখনি সফল হয় যখন সে ত্যাগ করতে শিখে, কারন ত্যাগ হলো পাওয়ার অর্ধেক।
  • মানুষ যা ত্যাগ করতে তার থেকে অনেক বেশি পরিমান পেয়ে থাকে, তাই ত্যাগ করতে অনিহা প্রকাশ করা যাবে না।
  • একজন মানুষ তখনই সব কিছু ত্যাগ করে চলে আসে যখন তার সব কিছুর থেকে সেই মানুষটা অনেক বেশি প্রিয় হয়ে ওঠে।
  • বড় কিছু পাওয়ার জন্যে যদি সামান্য কিছু ত্যাগ করতে হয় তাহলে আমাদের সেই ত্যাগ সাহি মুখে করা উচিত।
  • বর্তমানে যদি কিছু ত্যাগ করে ভবিষ্যতে ভাল থাকা যায় তাহলে সেই ত্যাগ করা অতি উত্তম।

voge noy tyagey shukh

ত্যাগ নিয়ে কিছু উক্তি

ত্যাগ অনেক বিশাল একটা ব্যাপার, যা সবাই করতে পারে না। আবার অনেকে ত্যাগের মর্ম ভুঝে উঠতে পারে না। তাই ত্যাগ নিয়ে অনেক মনিষী গণ অনেক কথা বলে গেছেন, যা এখন আমাদের জন্যে অনেক শিক্ষণীয় হয়ে থাকবে চিরদিন। আমরা তাদের বানী থেকে উপকৃত হবো। এবং আমাদের জীবনে অনেক সুন্দর করে সাজাবো । আসুন তাহলে যেনে নেয়া যাক ত্যাগ নিয়ে বিখ্যাত কিছু উক্তিঃ

  • আপনার স্বপ্নের জন্য আপনাকে লড়াই করতে হবে। আপনাকে ত্যাগ করতে হবে এবং এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে।- লিওনেল মেসি।
  • ত্যাগ জীবনের অঙ্গ এটি আবশ্যক। এটি আফসোসের বিষয় নয় বরং এটি উচ্চাকাঙ্ক্ষা ও গর্বের পরিচায়ক।  –  মিচ অ্যালবম
  • ত্যাগ নিজেকে রিক্ত করার জন্য নয়, বরং নিজেকে পূর্ণ করার জন্যই।— রবীন্দ্রনাথ ঠাকুর।
  • যখন তুমি মধুর সন্ধানে যাবে, তখন তোমাকে মৌমাছি কামড়ের চিন্তা ত্যাগ করতে হবো।— জোসেফ জবার্ট।
  • সফলতা কোনো দুর্ঘটনা নয়। এটি পরিশ্রম, ধৈর্য্য, শিক্ষা, এবং ত্যাগের সংমিশ্রণ।—পেলে
  • আপনার সেরাটার চেয়ে একটু কম দেয়া মানে কাজের উপহার টা ত্যাগ করা।  –  স্টিভ পেফোনন্টাইন
  •  আমি তলানিতে যেতে চাই না, এজন্য আমি শীর্ষকে ত্যাগ করি।— চক বেরি।

ত্যাগ নিয়ে কবিতা

আমরা এখন জানবো ত্যাগ নিয়ে কবিতা , যা আমাদের ত্যাগের ব্যাপারে অনেক আগ্রহী করে তুলবে। আমরা আমাদের মনের ভিতরে অনেক জোর পাবো, যা থেকে আমরা নতুন করে ভাবতে পারবো, আসুন তাহলে যেনে নেয়া যাক ত্যাগ নিয়ে কবিতাঃ

আত্মত্যাগ
গোবিন্দ দে
জীবনের শেষপ্রান্তে আজি
দাঁড়িয়ে আমি
শুধু তোমার কথা ভেবে,
তোমাকে যে চেয়েছি আমি
এই পৃথিবীর মাঝে অম্লান
হাসিতে আরো হাসতে।

তুমি জানো,
হাসলে তোমায় কতটা ভালো লাগে।
হয়তো তুমি জানো না,
জানো না তুমি ঐ হাসির মাঝে
কাহারো মনটা আজও
অপরূপ সাজে সেজে উঠে।

একটু শুনবে..
রাখবে তো আমার কথা।
আজি আয়নার সামনে দাঁড়িয়ে
খোলা চুলগুলোকে এলিয়ে দিয়ে
একটু হাসবে আমার জন্যে;
আমি যে এঁকে রাখবো তোমায়
এই মনেরই ক্যানভাসে।

হয়তো চিন্তা করছো.
পাগল একটা,
কি সব যে বলে উঠে।
আমি যে আজি সত্যিই পাগল,
তোমার কথা ভেবে ভেবে।

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আমাদের পোষ্টি আপনাদের ভালো লেগেছে। আমাদের জীবনে ত্যাগের গুরুত্য অনেক। যদি আমরা তা উপল্বি করতে পারি। তাই যে জীবনে সঠিক সময়ে সঠিক কিছু ত্যাগ করেছে সে এখন সঠিক কিছু নিশ্চই পেয়েছে। তাই ত্যাগ মানুষকে তার গন্তব্যে পৌছে দেয়, যদি সে সঠিক সময়ে সঠিক ত্যাগ করতে পারে। ধন্যবাদ।

আরো পড়ুন-

ক্ষুধা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

হাঁটা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

অলসতা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

জেলে নিয়ে উক্তি,ক্যাপশন ও কবিতা

মানসিক চাপ নিয়ে উক্তি , স্ট্যাটাস

 

Leave a Comment