পরিবার আমাদের অন্যতম নির্ভরতার স্থান, আমাদের ঠিকানা হচ্ছে আমাদের পরিবার। আমরা আমাদের পরিবার থেকে উঠে এসেছি। আমাদের শৈশব ও কৈশর কাটে এই পরিবারের হাত ধরে। আমরা আমাদের পরিবারকে অনেক ভালোবাসি। আমরা আমাদের পরিবারের কাছে অনেক ঋণী হয়ে থাকি। আমাদের প্রথম পাঠশালা হচ্ছে আমাদের পরিবার। Poribar niye koter status, ukti o kobita
আমাদের পরিবার যদি আমাদের প্রথম দিকে ভাল শিক্ষা না দিতেন তাহলে আমরা কখনই ভাল কিন স্থানে পৌছতে পারতাম না। আমাদের বাবা, মা, ভাই ,বোন নিয়ে আমাদের পরিবার ঘঠিত হয়ে থাকে। একটা সময় আমাদের দেশে অনেক বড় বড় পরিবার লক্ষ করা যেত। কিন্তু এখন সেই একান্ন বর্তি পরিবার গুলো ভেঙে খুবি ছোট পরিবার হচ্ছে।
অনেকে তো আবার নিজের বাবা মাকেও তাদের সাথে রাখতে চান না। তাঁরা তাদেরকে অনেক বেশি বোঝা মনে করে থাকেন। এবং তাদের জায়গা হচ্ছে দেশের নানান বৃদ্ধাশ্রমে। যা তাদের জন্যে খুবি কষ্টের জায়গা। আমরা আজকে পরিবার নিয়ে কিছু কষ্টের স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করবো।
পরিবার নিয়ে কষ্টের স্ট্যাটাস
পরিবার নিয়ে যে সকলের সব সময় সুখের সৃতি থাকে তা নয়। অনেকের আবার অনেক সময় পরিবার নিয়ে অনেক কষ্টের সৃতি থাকে। আমরা আজকে আমাদের পরিবার নিয়ে কিছু কষ্টের স্ট্যাটাস শেয়ার করবো। আমাদের অনেক কথা আমরা সবার কাছে শেয়র করতে পারি না। তবে আমরা তা স্ট্যাটাসের মত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি। আসুন তাহলে দেখে নেই কিছু স্ট্যাটাসঃ
পরিবার আমাদের সবাইকে অনেক কিছুই দিয়ে থাকে, কিন্তু আমরা পরিবারকে কি দিয়ে থাকি? আমাদের কাছেও তো পরিবার কিছু আশা করে।
পরিবার নিয়ে কিছু বলতে গেলে অনেকের চোখের কোনে পানি ফোটা মুক্তার মত জ্বল জ্বল করে। কারন তার ভিতরে থাকে অনেক কষ্ট।
মানুষ তার জীবন থেকে অনেক কিছুই শিখে থাকে, কিন্তু তার পরিবার থেকে যা সে শিখে তা সে কোন বিশ্ববিদ্যালয় থেকে শিখতে পারে না।
পরিবার আমাদের কাছে একটা আবেগের জায়গা, আমাদের উচিত আমাদের সেই ভালবাসার জায়গাটা বাঁচিয়ে রাখা। তাহলেই আমরা ভিতর থেকে শান্তি পাবো।
আমাদের অনেকের পরিবার তাদের অনেক কষ্ট করে বড় করেছেন। কিন্তু তাঁরা সেই কষ্টের প্রতিদান দিতে পারে না। তাঁরা কর্মজীবনে গিয়ে একটা সময় পরিবার থেকে আলাদা হয়ে যায়। যা কখনই কাম্য নয়।
আমাদের পরিবার হচ্ছে আমাদের শান্তির নীড়, যে খানে আমরা হাজার ক্লান্ত হয়ে ফিরলেও তা অবসান হতে খুব একটা বেশি সময় লাগে না।
পরিবারের কষ্ট নিয়ে উক্তি
পরিবার নিয়ে কষ্ট প্রায় সবার জীবনেই থাকে। যারা এই সমাজের বিত্তবান তাঁরা হয়তো এই কষ্ট থেকে বেচে যায়, কিন্তু যারা মধ্যবিত্ত তাঁরা দেখে এই সমাজের আসল রূপ। সেখানে আপনি পরিবারি বলুন আর যাই বলুন সব কিছুর মানে থাকে শুধু টাকা। টাকা ছাড়া পরিবারের মাঝেও কোন রকম দাম পাওয়া যায় না। তাই কষ্ট লেগেই থাকে।
আসুন এখন আমরা পরিবার নিয়ে কিছু উক্তি দেখে নেই, যা থেকে আমাদের পরিবার নিয়ে খুব সুন্দর একটা ধারনা হতে পারে। আমাদের বাস্তবাতা নিয়ে অনেক জ্ঞান হতে পারে। যা খুবি দরকারি। আমাদের সামনে অনেক কিছুই আমরা দেখতে পাই। কিন্তু আমরা যদি ওই পরিস্থিতির মাঝে না পরি তাহলে তার সঠিক কারন আমরা জানতে পারব না।
- পরিবারের আসল রূপ শুধু মধ্যবিত্ত রাই দেখতে পারে।- হুমায়ুন আহমেদ।
- পরিবারের আসল সাপর্ট থাকলে খারাপ সময় বেশি দিন থাকে না।
- পকেটে যখন টাকা না থাকে তখন আপনি বুঝতে পারবেন যে পরিবার কি জিনিস। আপনার সাথে ঘটতে পারে অনেক অবাক করা ঘটানা।
- আপনার অভাবের সময় যে পরিবার আপনার পাশে ছিল আপনার ভাল সময় আপনি সেই পরিবারকে পাশে রাখুন। তাহলেও আপনার মনের ভিতর শান্তি উপলব্ধি করতে পারবেন।
- আপনার স্ত্রী, সন্তান যদি আপনার সাথে তাদের দুঃখ শেয়ার করতে পারে, তবে আপনি কেন তাদের সাথে আপনার খারাপ সময়ের কথা শেয়ার করতে পারবেন না।
- বাবা, মা যদি আপনার পাশে থাকেন তাহলে আপনার উপরে উঠতে খুব একটা বেশি সময় লাগবে না। তাই তাদের পাশে রাখাটা খুবি জরুরী।
- আপনি হতে পারেন খুবি জ্ঞ্যানি, কিন্তু আপনি যখন কোন বড় রকমের সিদ্ধান্ত নিবেন তখন আপনাই আপনার পরিবারের সাথে তা শেয়ার করুন। কারন যা আপনার চোখ এরিয়ে যেতে পারে, তাঁরা তা আপনাকে ধরিয়ে দিতে পারেন।
পরিবারের কষ্ট নিয়ে কবিতা
পরিবারের কষ্ট নিয়ে অনেকে অনেক সময় কবিতা রচনা করেছেন। কারন আমাদের জীবিনেই যে শুধু পরিবার নিয়ে কষ্ট রয়েছে তা নয়। সবার জীবনেই কম বেশি পরিবার নিয়ে কষ্ট রয়েছে। তাঁরা তাদের কষ্টের কথা গুলো কবিতা আকারে লিপিব্ধ করেছেন। এখন আমরা সেগুলোই দেখবো। আসুন তাহলে দেখে নেয়া যাকঃ
নিজে থেকে কাউকে আপন করতে যেও না,
একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না।
কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে,
কিছু কাজের মাধ্যমে;
কিন্তু সবচেয়ে আঘাত তখন লাগে যখন প্রিয় মানুষটি অবহেলা করে।
প্রথমে তারা তোমাকে অবহেলা করে,
তারপর তোমায় নিয়ে হাসি তামাশা করে,
তাওপর তারা তোমার বিরুদ্ধে লড়ে এবং তুমি জিতে যাও।
মধ্যবিত্ত পরিবার
একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের
কষ্ট কি জানেন?
যখন মধ্যবিত্ত পরিবারের ছেলেটির
বন্ধুরা কোথাও যাওয়ার জন্য সব ঠিক করে,
তখন ছেলেটিকে চিন্তা করতে হয়,
এই মাসে গেলে কিভাবে ওই মাসটা চলবো,
কিভাবে বাবা-মা কে বলবো কারন তাদের অর্থের
প্রবাহটা.সীমিত।
তার পরিবারের সেই সামর্থ্য নেই!!
আবার কান্না করতে ও লজ্জা করে
মুখ লুকিয়ে কান্না করে।
এই কান্নার মানে তো তারাই বুজে
যারা এই কষ্টের সম্মুখীন হয়েছে।
যখন বন্ধুটি ফোন/মেসেজ দিয়ে বলে,
বন্ধু তোকে অনেক মিস করতেছি/জানিস আমরা সেই মজা করি।
ঠিক তখনি স্বপ্ন ভাঙার কি মর্মান্তিক কান্না আসে যে এর সম্মুখীন হয়েছে
ঠিক তারাই বুজে।
শেষ কথা
আমরা আপনাদের মাঝে পরিবার নিয়ে কিছু কথা , স্ট্যাটাস, বাণী, ও কবিতা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে। আপনাদের ভাল লাগাই আমাদের কাম্য,ধন্যবাদ।
আরো পড়ুন-
ক্যালসিয়াম যুক্ত খাবার তালিকা- নিজেকে করে নিন রিচার্জ
১৫ আগস্ট মোট কতজন শহীদ হন-যে ঘটনা সবার জানা দরকার
গ্রামে লাভজনক ব্যবসা-অল্প পুঁজিতে যে সকল ব্যবসা করা যায়
ব্যবসায় উন্নতি করার উপায়, ব্যবসায় উন্নতি করার দোয়া
বাচ্চাদের খিচুড়ি খাওয়ার উপকারিতা-বাচ্চাদের খিচুড়ি রেসিপি
চাপা কষ্টের স্ট্যাটাস,উক্তি, বাণী ও কবিতা
বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস, উক্তি ও কবিতা
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম