জেলে নিয়ে উক্তি,ক্যাপশন ও কবিতা

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাই এদেশের মানুষকে বলা হয় ‘’মাছে ভাতে বাঙালি’’।এদেশের মানুষ ছোটবেলা থেকেই নদী, খাল, বিল ইত্যাদি জলাশয়ের সাথে নিবিড় ভাবে পরিচিত।এদেশের মানুষের ভাতের সাথে  মাছ না হলে যেন চলেই না, আর এই মাছের যোগান যারা দিয়ে থাকেন তাদেরকে বলা হয় জেলে।তাই গ্রাম বাংলার মানুষেরা তাদের সাথে গভীর পরিচিতি গড়ে ওঠে। jele niye status

আজ কালকার ছেলে মেয়েরা শহরে মনোভাব নিয়ে বেড়ে ওঠে,তারা ভাতের সাথে মাছ ঠিকই খেয়ে থাকে, কিন্তু এই মাছ কারা বা কিভাবে ধরা হলো তা সম্পর্কে ধারণা খুবই কম থাকে ।আজকে আমরা জেলেদের সম্পর্কে কিছু কথা, উক্তি ,ক্যাপশন ও কবিতা জানবো।এই পেশার লোকদের সাথে আমাদের পরিচিত থাকাটা খুবই জরুরী, কারণ তারা আমাদের সংস্কৃতির অংশ। 

জেলেদের জীবন

জেলেরা আমাদের আমিষ যোগিয়ে থাকেন, কিন্তু তাদের শরীরে মানুষের ঘাটতি দেখা যায়। জেলেদের জীবন খুবই অনুন্নত হয়ে থাকে, আমাদের দেশের জেলেরা বেশির ভাগীই দরিদ্র হয়ে থাকে,কারন তারা তাদের জাল এবং নৌকা মহাজনদের কাছে থেকে ধার নিয়ে কিনে থাকেন বা পরের নৌকায় কাজ করে থাকেন।তাই তাদের লাভের অংশের প্রায় পুরোটাই মহাজনদের পকেটে চলে যায়।

তাই তাদের জীবনটা কষ্টের মধ্যেই কেটে যায়।তারা জীবনের ঝুকি নিয়ে গভীর নদীতে বা সাগরে মাছ ধরে যায়,গভীর নদীতে ঝড়, জলোচ্ছ্বাস আরো অনেক রকম প্রাকৃতিক  দূর্যোগ তারা মকাবেলা করে থাকেন।এবং কি তারা অনেক সময় তাদের জিবনটাও হারিয়ে ফেলেন।তাদের পথের দিতে তাকিয়ে থাকেন তাদের পরিবারের সবাই,তাদের স্ত্রী সন্তানেরা তাদের পথের দিতে তাকিয়ে থাকেন আর অজানা এক ভয়ের মধ্যে দিয়ে সময় কাটায়।

জেলে ভাইয়েদের সন্তানেরা সামাজিক তেমন কোন সুবিধাই পায় না।তারাও তাদের বাবার সাথে মাছ ধরতে যাওয়ার জন্যে প্রস্তুতি নিতে থাকে,আর একটু বড় হওয়ার সাথে সাথেই চলে যায় তাদের বাব দাদা দের পেশায়।এবং শুরু করে দেয় তাদের জীবন যুদ্ধ।তারা আমাদের জন্যে এতো কষ্ট করে থাকেন কিন্তু আমরা তাদের প্রাপ্য সম্মান টুকু দেই না,বরং আমরা তাদের সাথে নানা রকম খারাপ ব্যাবহার করে থাকি।

তাদেরকে মনে করি সমাজের নীচু স্তরের মানুষ মনে করে থাকি,তাদের দেখে আমরা নাক শিটকিয়ে থাকি।আমাদের মন মানুষিকতার পরিবর্তন করা দরকার,এবং আমাদের পরবর্তী প্রজন্মোদের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে হবে,যেন তারাও তাদের প্রাপ্য সম্মান টুকু দিতে শিখে। 

জেলে নিয়ে উক্তি

এখন আমরা জানবো জেলেদের নিয়ে কিছু উক্তি,কারন তাদেরকে নিয়ে অনেক সময় আমরা অনেক কথা বলে থাকি বন্ধু মহলে,আর এই উক্ততি গুলো জানা থাকলে আমরা একটু বেশিই বলতে পারবো।আসুন তাহলে জেনে নেয়া যাকঃ 

  • জেলেদের হাত যত লম্বা, তার গল্পে বিশ্বাস তত কম।
  • একজন মহিলা যে তার স্বামীকে মাছ ধরতে দেখেনি সে কোন ধৈর্যশীল পুরুষকে বিয়ে করেছে তা জানে না।
  • সবচেয়ে বড় মাছ ধরা হয় সবসময় হুক বন্ধ বেশী।
  • সমস্ত জীবন্ত জিনিসের মধ্যে, দ্রুত বর্ধনশীল মাছ, বিশেষ করে যারা ইতিমধ্যেই ধরা পড়েছে।
  • যদি মাছটি মুখ না খুলত, তাহলে সে ধরা পড়ত না ।    — প্রবাদ
  • মাছ একবার ধরা পড়লে নতুন টোপ খুব কমই কামড়াবে— এডমন্ড স্পেন্সার
  • মাছ খাওয়া ঠিক আছে কারণ তাদের কোন অনুভূতি নেই । — কার্ট কোবেইন
  • মাছ সবসময় মাথা থেকে দুর্গন্ধ ছড়ায় ।  — প্রবাদ

জেলে নিয়ে ক্যাপশন

আমরা এই স্যোসাল মীডিয়ার যুগে প্রায় সময়ই নানা রকম ছবি নেটে আপলোড দিয়ে থাকি,আর এই সব ছবির ক্যাপশন যতো সুন্দর হয় ছবিতে ততো বেশি লাইক ও কমেন্ট পড়ে,তাই আসুন জেলে ভাইদের নিয়ে কিছু ক্যাপশন জেনে নেই।

  • মনে রাখবেন, মাছগুলো হলো আত্মীয়ের মতো। দুই দিন রাখলে পর দুর্গন্ধ হয়ে যায়।
  • আমাকে যদি একটি মাছ দেওয়া হয়, তবে আমি একদিন খাবো, কিন্তু আমাকে যদি মাছ ধরা শিখিয়ে দেওয়া হয়, তবে আমি আজীবন খেতে পারবো
  • জাল ফেলো আর মাছ ধরো,অন্যের দিকে তাকিয়ে থেকো না
  • মাছ ধরা একটি শিল্প,আর জেলেরা হলো সেই শিল্পর শিল্পী।
  • ধরি মাছ, না ছুই পানি,
  • তুমি বাপু গভির জলের মাছ।

জেলে নিয়ে কবিতা

কবিরা জেলেদের নিয়ে অনেক মজার মজার কবিতা রচনা করে গেছেন,আসুন আমরা জেনে নেই তাদের নিয়ে সুন্দর সুন্দর কিছু কবিতা।তাহলেই আমরা আমাদের বন্ধুদের মাঝে তা আবৃত্তী করে তাদের চমকে দিতে পারবো।

কই হল মোর মাছ ধরা। সারাদিন ধাপ ঠেলিয়ে ,হলাম আমি বলসারা।

একে যাই ধাপো বিলি,তাতে হল ঠেলা জালি ,ওঠে শামুকের ভা

জেলে গাঙে মাছ ধরিতে যায়

– জসীম উদ্‌দীন–

জেলে গাঙে মাছ ধরিতে যায়,

পদ্মা নদীর উজান বাঁকে ছোট্ট ডিঙি নায়।

পদ্মা নদী কাটাল ভারী, চাক্কুতে যায় কাটা,

তারির পরে জেলের তরী করে উজান+ভাঁটা।

জলের উপর শ্যাওলা ভাসে, স্রোতের ফুলও ভাসে,

তারির পরে জেলের তরী ফুলেল পালে হাসে;

তারি সাথে ভাসায় জেলে ভাটীর সুরে গান,

জেলেনী তার হয়ত তাহার সাথেই ভেসে যান।

জেলে গাঙে মাছ ধরিতে যায়,

জেলেনী বউ জাল যে বুনায় বসে ঘরের ছায়।

সূতোর পরে সুতো দিয়ে বুনোয় দীঘল জাল,

তারির সাথে বুনিয়ে চলে দীঘল মনের হাল।

জেলে তাহার নেই যে ঘরে, ভোরের কোকিল ডাকে

জলেনী বউ আপন মনে জাল বুনাতেই থাকে।

জেলের পেশা

– উত্তম চক্রবর্তী

নদীর ধারে বাড়ী জেলের

নদীর পাড়ে প্রাণ,

নদীর চরে বেড়ে উঠাই

বালুর চরে জান।

জেলের পেশা মাছ ধরাতে

সারাজীবন ধরে,

তাইতো জেলে জীবন গড়ে

নদী পাড়ের তরে।

শেষ কথা

আজকে আমাদের এই পোষ্ট আমাদের জেলে ভাইদের নিয়ে সাজানো হয়েছিলো,আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন।এরকম আরো অনেক পোষ্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।

আরো পড়ুন-

আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়

পল্টিবাজ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

হাঁটা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

অলসতা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

Leave a Comment