দুনিয়া নিয়ে উক্তি, হাদিস, স্ট্যাটাস ও কবিতা

প্রিয় পাঠক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলচনা করবো তা হচ্ছে দুনিয়া, আমরা আজকে দুনিয়া নিয়ে কিছু স্ট্যাটাস, উক্তি ও কবিতা জানবো, যা আমরা অনেক সময় খুঁজে থাকি। আজকে আমরা আমাদের আর্টিকেলটি সাজিয়েছি দুনিয়া নিয়ে। আমরা দুনিয়ার মোহে পরে আমাদের জীবনটা অনেক সময় বর্বাদ করে থাকি। আমরা ভুলেই যাই যে আমাদের এই দুনিয়াটাই শেষ নয়। Duniya niye hadis, status, ukti o kobita

আমাদের মরণের পরে রয়েছে আরো একটি জনম। যে জনমের কোন শেষ নেই। আমরা যারা আখিরাতের উপর বিশ্বাস রাখি তাদের কাছে দুনিয়ার চেয়ে আখিরাতের গুরুত্ব বেশি হওয়া উচিত। কিন্তু আমরা করি তার উল্টো। আমাদের কাজে কর্মে মনে হয় আমাদের কাছে দুনিয়াটাই সব। কিন্ত্রু হওয়া উচিত ছিল আখিরাত নিয়ে চিন্তা করা।

আসুন তাহলে আমরা জেনে নেই দুনিয়া নিয়ে কিছু উক্তি , হাদিস , স্ট্যাটাস ও কবিতা। যা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্যাবহার করতে পারব। যার ধারা অনেক সময় দিনের জন্যে দাওয়াত দেয়া যেতে পারে আমাদের বন্ধু মহলে।

দুনিয়া নিয়ে উক্তি

আমরা এখন জানবো দুনিয়া নিয়ে কিছু উক্তি, যা জ্ঞানী ব্যাক্তি গণ তাদের মূল্যবান চিন্তা শক্তি ধারা আমাদের জন্যে রেখে গেছেন শিক্ষণীয় কিছু বাণী। যা থেকে আমরা বুঝতে পারব যে দুনিয়া সস্পর্কে আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া দরকার তা বুঝতে পারব। 

  • “এটা তোমাদের সেই পৃথিবী যা পাওয়ার জন্য তোমাদের এত আগ্রহ ও কান্নাকাটি করো।”— হযরত উমার (রা)।
  • পৃথিবীতে মানবতার দোলনা কিন্তু মানবজাতি চিরকালের জন্য দোলায় থাকতে পারেনা।  –  কনস্ট্যান্টিন সিওলকভস্কি।
  • দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করলে অন্তর সমূহ অন্ধকারাচ্ছন্ন হয়, তবে আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করলে অন্তর সমূহ আলোকিত হয়–হযরত উসমান (রাঃ)।
  • দুনিয়াতে সামান্য কিছুর জন্য আখেরাতকে ভুলে যেও না। –  সংগৃহীত

দুনিয়া নিয়ে স্ট্যাটাস

এখন আমরা জানবো দুনিয়া নিয়ে কিছু স্ট্যাটাস, আমরা অনেক সময় দুনিয়া নিয়ে অনেকের সাথে কথা বলতে চাই কিন্তু বলতে পারিনা। সেই না বলা কথা গুলো আমরা আমাদের স্ট্যাটাসের মাধ্যমে বলতে পারি, এবং যাকে আমরা বুঝতে চাই তাকে বুঝাতে পারি। কিংবা চেষ্টা করতে পারি। আসুন তাহলে জেনে নেয়া যাক দুনিয়া নিয়ে কিছু স্ট্যাটাস।

  • দুনিয়া হল মুমিনদের জন্যে জেলখানা, যা আমরা এখন অনেক সুন্দর করে সাজাতে ব্যাস্তো হয়ে পড়েছি।
  • দুনিয়া নিয়ে এত বেশি মাতামাতি করার কোন প্রযোজন নেই , কারন দুনিয়া আমাদের জন্যে  ক্ষণস্থায়ী।
  • দুনিয়া আমাদের জন্যে এক বিশাল পাঠশালা, যেখান থেকে আমরা অনেক রকম শিক্ষা গ্রহন করতে পারি, যা আমরা বিদ্যালয় থেকে গ্রহন করতে পারিনা।
  • আমরা যদি আমাদের দুনিয়া মুখিতা কমাতে পারি তাহলেই সুখে থাকতে পারব, যে সুখের জন্যে আমরা এত পরিমান উতলা থাকি।
  • দুনিয়া আমাদের জন্যে পরীক্ষা কেন্দ্র, যেখানে ভাল করলে আখিরাতে তার ফল পাওয়া যাবে।
  • মানুষ যদি তাদের চাহিদা কমাতে পারত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হত, কারন সেই পৃথিবীতে কোন প্রকার মারামারি হানাহানি থাক্তো না।
  • দুনিয়াতে সামান্য কিছুর জন্য আখেরাতকে ভুলে যেও না। সংগৃহীত

দুনিয়া নিয়ে হাদিস

আমরা এখন দুনিয়া নিয়ে কিছু হাদিস জানবো, যা আমাদের জীবনকে পরিবর্তন  করে দিতে পারে। আমাদের জীবঙ্কেমন হওয়া উচিত বা দুনিয়া সম্পর্কে আমাদের মনভাব কেমন হওয়া উচিত তা সবি হাদিসে বর্নত রয়েছে। আসুন তাহলে জেনে নেয়া যাক

  • আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা [কারাগার] এবং কাফিরের জন্য জান্নাততুল্য। (ইসলামিক ফাউন্ডেশন ৭১৪৯, ইসলামিক সেন্টার ৭২০১)।
  • এক হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেন, আল্লাহর শপথ! ইহকাল-পরকালের তুলনা অতটুকুই, যেমন তোমাদের কেউ তার এ আঙ্গুলটি সমুদ্রে পানিতে ভিজিয়ে দেখল যে, কতটুকু পরিমাণ এতে পানি লেগেছে। বর্ণনাকারী ইয়াহইয়া এ সময় শাহাদাত আঙ্গুলের দ্বারা ইঙ্গিত করেছেন।’(সহিহ মুসলিম: হা/২৮৫৮)।
  • আয়তনের দিক থেকে দুনিয়ার মূল্য সম্পর্কে হাদিসে এসেছে, ‘জান্নাতে চাবুক পরিমাণ জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে, তার থেকে উত্তম।’(সহিহ বুখারি: ৩২৫০, সহিহ মুসলিম: ১৮৮১)

 দুনিয়া নিয়ে কবিতা 

আমরা এখন জানবো দুনিয়া নিয়ে সুন্দর একটি কবিতা, আমরা এতে করে জানতে পারব যে কবির চোখে দুনিয়া কেমন। আসুন তাহলে জেনে নেয়া যাকঃ

ক্ষণস্থায়ী দুনিয়া

শারমিন রীমা

দুইদিনের এই ক্ষণস্থায়ী দুনিয়া ,

কিসের জন্য আমরা এত মরিয়া ?

কি হবে পার্থিব সুখের ফেণপুঞ্জ মেখে ?

যদি চিরতরে চলেই যেতে হয় এটা রেখে ।

ভোগ , লোভ – লালসা ধরেছে ঘিরে ,

ভুলেই গেছি জীবনরশি একদিন যাবে যে ছিড়ে !

ক্ষণস্থায়ী দুনিয়ায় বৃথাই বুঝি করছি বিচরণ ,

যে কোন সময়ই যে নিভে যেতে পারে জীবনের কিরণ !

ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যে এত প্রবল ,

বিশ্বাসই হয় না যে অকষ্মাৎ প্রাণ ছিনিয়ে নিতে পারে মৃত্যু ছোবল ।

তিল তিল করে গড়ে তোলা প্রাচুর্যের পাহাড় ,

মৃত্যুদৈত্যের তাণ্ডবে থাকবে না তার কোনোই বাহার ।

হে মহান সৃষ্টিকর্তা , তোমার তরে আমরা ক্ষমাপ্রার্থী,

যদি ও বা জানি আমরা নয় তো পূণ্যার্থী ।

স্বজ্ঞানে বোকার মত ব্যস্ত থাকি নিয়ে এই দুনিয়াদারী ,

ক্ষণস্থায়ী প্রাচুর্য ও সৌন্দর্যের গর্বে হই যে অহংকারী !

হে করুণাময় , জানি এটা আমাদের মুর্খ্যতা ,অজ্ঞতা ,কর তুমি মার্জনা ,

দূর করে দাও ক্ষণস্থায়ী দুনিয়ার সকল স্বার্থণ্বেষী চিন্তা ভাবনা ।

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আমাদের পষ্টি আপনাদের কাছে ভাল লাগবে। এতে করে দুনিয়া সম্পর্কে আমাদের ধারনাটা পাল্টে যেতে পারে, আসুন আমাদের জীবনটা ইসলামের দিক নির্দেশনায় সাজিয়ে ফেলি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন আশা করি, ধন্যবাদ।

আরো পড়ুন-

বাচ্চাদের হাম হলে করণীয়-শিশুদের হাম কেন হয়

বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম-বিদেশ থেকে সহজে টাকা পাঠানোর নিয়ম

টেলিটক ব্যালেন্স চেক – নাম্বার দেখার নিয়ম

বিমানে কি কি নেয়া যাবে না-বিমানের লাগেজ বিধিমালা

ভাগ্য নিয়ে স্ট্যাটাস, উক্তি ও হাদিস

ইমোশনাল স্ট্যাটাস, আবেগ ভরা উক্তি ও ছন্দ

কাজ নিয়ে স্ট্যাটাস, উক্তি ও কবিতা

গ্রাম নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

Leave a Comment