দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস, উক্তি ও কবিতা

দেশকে আমরা সবাই ভালোবাসি, দেশের জন্যে সবার মন কাঁদে। কিন্তু কিছু সময় নিজের ভবিষ্যৎ ভালো করার জন্যে দেশের মাটি ছেরে নিজের আত্মীয় স্বজন ছেড়ে পারি জমাতে হয় বিদেশের মাটিতে। নিজের দেশ ছেরে অন্যের দেশে পারি জমানোটা যা কত বড় কষ্টের তা একমাত্র যে ছেড়েছে তারাই বলতে পারবে। desh chere cole zauyar status, ukti o kobita

আমাদের দেশের অনেক মানুষ রয়েছেন যারা নিজের দেশ ছেরে পরের দেশে পারি জমিয়েছেন, তাঁরা ইচ্ছে করে নিজের দেশ ছেরে পরের দেশে পারি জমায়নি। তাঁরা অনেকটা বাধ্য হয়েই এই কাজ করেছেন। নিজের পরিবারকে একটু ভালো রাখতে তার এই কষ্টকর কাজটি করেছেন। আমাদের দেশে কর্মসংস্থান খুবি কম। সেই তুলোনায় রয়েছে লাখ লাখ বেকার।

তাই এই সব বেকার মানুষজন তাদের কষ্টকে লাঘব করতে পারি জমায় পরবাসে। আমরা আজকে কথা বলবো নিজের দেশ ছাড়ার অনুভূতি নিয়ে। আসুন তাহলে দেখে নেয়া যাক।

দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস

দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে স্ট্যাটাস তাঁরা খুঁজে থাকেন যারা প্রবাসী হয়ে অন্যের দেশে যাওয়ার জন্যে প্রস্তুত। তাই হচ্ছে আমাদের দেশের সোনার ছেলে। তাঁরা দেশের জন্যে আশীর্বাদ সরূপ। তাঁরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে থাকেন, শুধু মাত্র তাদের পরিবারকে ভালো রাখার জন্যে। আসুন তাহলে দেখে নেয়া যাক দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে কিছু স্ট্যাটাস।

  • দেশ ছেড়ে মানুষ তখনই চলে যায়, যখন তার কাছে আর কোন উপায় থাকে না।
  • অনেক কষ্ট হয়তো অন্যকে মুখে বলে বুঝানো যাবে, শুধু নিজের দেশ ছেড়ে চলে যাওয়ার কষ্ট কাউকে বলে বুঝানো যাবে না।
  • কেউ যদি তার দেশকে ভালো না বাসে তাহলে তাকে বলা হয় গাদ্দার, যার কোন কুল কিনারা থাকে না।
  • আপনি আপনি যদি আপনার দেশকে ভালো না বাসেন তাহলে আপনি কখনই একজন ভালো মানুষ হতে পারবেন না। কারন দেশ প্রেম মানুষের একটি অন্যতম গুণ।
  • দেশ ছেড়ে চলে যাওয়া আর দেশের মানুষজনকে ছেড়ে দূরে থাকা মানুষ গুলোর হৃদয় সব সময় দেশেই পরে থাকে।
  • একটু ভালো থাকার জন্যে যে এত বড় বিসর্জন দিতে পারে, তার চেয়ে বড় দেশ প্রেমিক আর কোথায় পাবেন আপনি?
  • দেশ প্রেম কখনো বলে বাড়ানো যায় না। এটা অন্তরের ভিতর থেকে আসে।
  • বিদেশি জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
  • তাদের কর্মসংস্থানের কারণে নিজের মাতৃভূমি ছেড়ে  এর সাথে সকল আত্নীয় স্বজন ছেড়ে সকলেই বিদেশ
  • তুই কোনোদিন হয়তো আমায় ছেড়ে চলে যাবি, কিন্তু আমি তখন তোকে ভুলতে পারলে, তোর স্মৃতি গুলো কখনই ভুলতে পারবো না।
  • প্রবাসীরা দেশের সৃতিকে বুকে নিয়ে দিনের পর দিন তাদের সময় কাটে, তাই তাদের দুঃখটা অনেক বেশি।

দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে উক্তি

দেশকে ভালোবেসে অনেক অনেক কিছু ত্যাগ করেছেন। প্রবাসীরা অনেক কিছু ত্যাগ করেছেন, তাঁরা ত্যাগ করেছেন তাদের প্রিয় মানুষগুলোকে, তাদের আদরের সোনা মনিদের থেকে তাঁরা থাকেন অনেক দূরে। তাই তাদের কষ্টা অনেক বেশি। একজন মানুষ যখন তার দেশ ছেড়ে কাজের উদ্দেশে অন্য কোন দেশে পারি জমায় তখন তার কলিজা ফাটা আর্নাদটা আর কেউ দেখতে পায়না। আসুন সেই মানুষ জনকে নিয়ে কিছু উক্তি দেখে নেই।

  • মাঝেমাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য সেটি ছেড়ে যেতে হয়, মাঝেমধ্যে তোমার অন্য কোথাও যেতে হয় তোমার শুরুটা কেমন ছিল তা জানার জন্য।— জডি পিকউড
  • যারা আপনাকে সত্যিই ভালোবাসে সে কখনোই মিথ্যে অজুহাত দিয়ে আপনাকে ছেড়ে চলে যায় না।
  • তুমি যখন অনেকটা সময়ের জন্য প্রবাসজীবনে অভ্যস্ত হবে তখন আর কখনোই পুরোপুরি নিজ বাসায় ফিরতে পারবেনা। যেখানেই থাকো না কেন, তোমার একটা অংশ অন্য কোথাও থাকবেই। — মিরিয়ান এডিনি
  • জীবনে আনন্দ আসে নতুন কোন অনুভূতির মাধ্যমে, নতুন কোথাও যাওয়ার মাধ্যমে আর এটাই জীবনের অনেক বড় পাওয়া।— ক্রিস্টোফার ম্যাকক্যান্ডলেস
  • সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে, আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
  • অধিক সংস্কৃতির ধারক হওয়ার একটা সুবিধা আছে। তা হলো তুমি যেভাবে বাস করছো তা একমাত্র উপায় নয় তোমার বাস করার।— আন ক্যাম্পানেলা।
  • কখনও কখনও মানুষের সমাবেশ থেকে দূরে চলে গিয়ে একা থাকা ভাল, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারে না।
  • ভালোবাসার যন্ত্রণাটা শুধু অন্তরে পাওয়া যায় কিন্তু প্রবাসীদের যন্ত্রণাটা অন্তরে এবং শারীরিকভাবেও পাওয়া যায়।—সোহাগ সরকার
  • তুমি যখন একটা জায়গা ত্যাগ কর তখনকার অনুভূতিটা অনেকটাই অদ্ভুত। তুমি হয়তো সেখানকার মানুষকে মনে করবেনা, তবে তুমি নিজেকেই সেখানে মিস করবে।— আজার নাফিসি

দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে কবিতা 

তুমি যেখানেই যাও না কেন,
অন্য কোন কিছু নিয়ে না গেলেও
নিজেকে সেখানে ঠিকই নিয়ে যাও
প্রথমদিকে তুমি হয়তো অনুভব নাও করতে পার।
রাতে আসি সকালে যাই
দুপুর বেলা খাবার খাই,
কাজে কাজে জীবন শেষ
এরই নাম যে বিদেশ।
বাড়ির মানুষ মনে করে
আছি কত সুখে,
কী যে ব্যথা জমে আছে
আমার পোড়া বুকে।
প্রবাসীরা হলো একটা জ্বলন্ত মোমবাতির মত,
নিজে জ্বলে জ্বলে পরিবারকে আলোকিত করে।

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আমাদের পোষ্ট আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু ভালো স্ট্যাটাস ও উক্তি দেয়ার। আমাদের পোষ্টি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। 

আরো পড়ুন-

নিজেকে পরিবর্তন করার উপায়- জীবনকে সুন্দর করবেন যে ভাবে

খারাপ থেকে ভালো হওয়ার উপায়- আলোকিত মানুষ হওয়ার উপায়

ইতালি ভিসা খরচ – চার লাখ লোক নেবে ইতালি

ক্ষুদ্র ব্যবসার তালিকা – ১০ টি লাভজনক ব্যবসার আইডিয়া

ছোট বোনের বিয়ে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

বেইমান মানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

কৃষি নিয়ে স্ট্যাটাস, ক্যপশন, উক্তি ও কবিতা

ছেলের প্রতি বাবার ভালোবাসার উক্তি, স্ট্যাটাস ও বাবার উপদেশ

মজার ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন ও মজার ছন্দ

Leave a Comment