বাঁশ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

বাঁশ আমাদের বহুল পরিচিত একটি উদ্ভিদ, বাঁশ আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লেগে থাকে। প্রাচীনকালের মানুষদের ঘর বাড়ি ও আসবাবপত্র বানানোর প্রধান উপকরণ বা কাঁচা ফল ছিল বাস এমনকি এখন পর্যন্ত গ্রাম অঞ্চলের বাড়ি ঘর নির্মাণে কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার হয়ে থাকে। bash niye ukti

বাঁশ পরিচিতি

 বাঁশ দিয়ে তৈরি করা হয় অনেক প্রকার  আসবাবপত্র,আর এসব আসবাব পত্র তৈরি করে অনেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে,বাঁশ একটি উপকারি একটি উদ্ভিদ,বাঁশ কে উপজাতীরা শবজী হিসেবেও ব্যাবহার করে থাকেন বাঁ খেয়ে থাকেন।আমাদের এখনকার সময় বাঁশের ব্যাবহার কিন্তু একটুও কমেনি।বরং তা এখন বিভিন্ন ভাবে ব্যাবহার হচ্ছে।যেমনঃ আগে যেমন ঘড়বাড়ি বানানোর কাজে বাঁশ ব্যাবহার হতো এখনো তেমনই হয়,কিন্তু এখন হয় সহযগী হিসেবে।

বাঁশ দিয়ে এখন আরো অনেক সুন্দর সুন্দর শোপীস বানানো হয়,যা কিনা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী হয় দেশের বাইরে,এবং আমাদের দেশে আসে বৈদেশিক মুদ্রা।এবং তৈরি হয় অনেক মানুষের কর্মসংস্থান।তাহলে বাঁশ আমাদের অর্থনৈতিক খাতেও ভূমিকা পালন করে থাকে।

বাঁশের প্রকারভেদ

বাঁশ অনেক প্রকার হয়ে থাকে,এবং একেক প্রকারের বাঁশ দিয়ে একেক ধরনের কাজ করা হয়ে থাকে,আসুন আমরা জেনে নেই বাঁশ কত প্রকার ও কি কি –

মুলি, তল্লা,বৈড়া , বরাক, ভুদুম, বাইজ্জা, বেথুয়া, ফারুয়া, ওরা, লতা মিরতিঙ্গাসহ দেশি প্রায় ২৫ প্রজাতির বাঁশ রয়েছে ।

আমরা  অনেক কে অনেক সময় বাঁশ দিয়ে থাকি এবং কি এটা বিভিন্নজনকে বিভিন্নভাবে দিয়ে থাকি।  আসুন আমরা বাঁশ সম্পর্কে  কিছু স্ট্যাটাস ,উক্তি জেনে নেই

বাঁশ নিয়ে স্ট্যাটাস 

আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আমাদের জীবনের  প্রায় প্রত্যেকটি বিষয় শেয়ার করে থাকি। আর এই স্ট্যাটাস গুলো হতে হয় অনেক স্মার্ট।তাই এখন আমরা জানব কিছু সুন্দর সুন্দর স্ট্যাটাস।

খেয়েছি বাঁশ, জীবন নাশ !! দিয়েছে ডান্ডা, হয়েছি পান্ডা !!

 বাঁশে বাঁশে সয়লাব

বাঁশেই নাকি বেশি লাভ

রাজনীতি নাকি এখন বাঁশনীতি

বাঁশেই হয় রীতিনীতি

কেউ বানায় বাঁশের কেল্লা

কেউ বানায় ঘর

বাঁশের জন্য কেউ নয় আপন পর

ধর ধর বাঁশ ধর

দে জোরে পিছনে

বাঁশ খেয়ে নেতা যেন

দৌড় দেয় লন্ডনে

বাঁশ নিয়ে উক্তি

এখন আমরা জানবো বাঁশ নিয়ে কিছু মজার মজার উক্তি,যেগুলো আমাদের জীবনের সাথে নীবির ভাবে জরিয়ে আছে,আর আমরা এই উক্তি গুলো থকে অনেক কছু শিখতে পারবো।এবং কি এই শিক্ষা আমাদের জীবনে কাজে লাগিয়ে অনেক রকম বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমাদের সমাজে বাঁ আমাদের বন্ধু মহলে একজন আর একজনের সাথে কনো প্রকার প্রতারনা করলে আমরা তাকে বাঁশ দেয়া বলে থাকি।

কারো কনো উপকার করে যদি তা হিতে বিপরিত হয় তাহলেও আমরা তাকে বাঁশ দেয়া বলে থাকি,আমাদের মধ্যে এরকম আরো অনেক প্রকার বাঁশ দেয়া সমাজে প্রচলিত আছে,তাই আমরা একে অন্যেকে বাঁশ দেয়া থেকে বিরত থাকব,তা নাহলে আমাদের জীবনটা বাঁশ ময় হয়ে উঠবে।

‘’বর্তমান সময়ে তিনটি কাজ করলে বাঁশ খেতে হয়

১।বীনা স্বার্থে উপকার করলে।

২।টাকা ধার দিলে

৩।ভদ্র ব্যাবহার করলে।’’

‘’এখানে বাঁশ ওখানে বাশ,বাঁশে ভুবন ভরা।

এই দুনিয়াই সব কিছুই কি বাঁশ দিয়েই গড়া?’’ 

‘’ বাঁশ সব্জি ” বাঁশ দেওয়া আর বাঁশ খাওয়া সমাজে ব্যপক অর্থে ব্যবহৃত দুটি কুটিল উক্তি।’’

বাঁশ নিয়ে কবিতা

বাঁশ নিয়ে অনেক মনিষী যেমন অনেক বানী দিয়ে গেছেন,তেমন অনেক কবি অনেক কবিতা রচনা করে গেছেন।আসুন আমরা বাঁশ নিয়ে কিছু মজার মজার কবিতা যেনে নেই। 

হায়! হায়! চলে যায়

যেনো এজীবন।

বাঁশ নিয়ে কারবার

চলে অকারণ।

আমাদের দেশে খুব

বাঁশ জনপ্রিয়।

বাঁশ দিয়ে আজ তাই

দেশ ভরে যায়।

উপর মহল থেকে

নিচের মহল।

চারিদিকে দেখো ভাই

বাঁশের দখল।

কাজলা দিদি

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,

মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?

পুকুর ধারে লেবুর তলে,

থোকায় থোকায় জোনাক জ্বলে,

ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,

মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;

দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?

খাবার খেতে আসি যখন

দিদি বলে ডাকি তখন,

ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?

আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?

বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?

কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!

দিদির মত ফাঁকি দিয়ে

আমিও যদি লুকাই গিয়ে

তুমি তখন একলা ঘরে কেমন ক’রে রবে?

আমিও নাই—দিদিও নাই—কেমন মজা হবে!

শেষ কথা

সর্বপরি আমরা বাঁশ নিয়ে অনেক কিছুই জানতে পারলাম।আমাদের সমাজে বাঁশের বহুমুখি ব্যাবহার রয়েছে, বাঁশ খাওয়া ও দেয়া নিয়ে আমাদের সমাজে নেতিবাচক অনেক কথা প্রচলিত রয়েছে। বর্তমানে আমাদের দেশে বাঁশের তৈরি অনেক সেতু ও স্থাপনা দেখা যাচ্ছে। এগুলোর আমাদের দেশের ভাবমুর্তী যেমন নষ্ট হচ্ছে তেমন বাঁশে ব্যাবহার বহুগুনে বেড়ে গেছে। 

আরো পড়ুন-

আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়

পল্টিবাজ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা

হাঁটা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

অলসতা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা

জেলে নিয়ে উক্তি,ক্যাপশন ও কবিতা

মানসিক চাপ নিয়ে উক্তি , স্ট্যাটাস

Leave a Comment