রাত জাগা কষ্টের এস এম এস- মন কে শান্ত করা কিছু কথা

সকল মানুষের মনের ভিতরেই থাকে কিছু কষ্ট, যা মানুষ সবার সাথে শেয়ার করতে পারেন না। মানুষের মনের ভিতরে থাকে অনেক রকমের কষ্ট। যে কষ্ট গুলো মানুষ রাতের আধারে সঙ্গী করে থাকে, দিনের বেলায় কষ্টগুলো লুকিয়ে থাকলেও রাতে তা বাহিরে বের হয়ে আসে আর আমাদেরকে কষ্ট দিতে থাকে। rat jaga koster sms

মানুষ কষ্ট সইতে পারে খুব বেশি, কারন মানুষ যদি তার কষ্ট গুলো সইতে না পারতেন তাহলে তাঁরা তাদের জীবন অতিক্রম করতে পারতেন না। আমরা অনেক রকম কষ্ট ভুলতে পারলেও কিছু কষ্ট রয়েছে যা আমরা ভুলতে পারি না, যেমন ভালবাসার কষ্ট আমরা কোন দিনি ভুলতে পারি না। আমাদের মনের এক কনে তা রয়ে যায় খুব নীরবে। আমাদের মনের সেই কষ্ট গুলো আমাদের মনের অজান্তে আমাদের মনের ভিতরে উঁকি পারে, যা আমাদের সহ্য করা খুবি কষ্টের।

মানুষ যদি তার মনের মানুষের থেকে কোন রকম ধোকা বা প্রতারনার শিকার হয়ে থাকেন তাহলে তা তাঁরা কোন দিনি ভুলতে পারে না। আবার অনেক সময় নিয়তির কারনে আমরা আমাদের মনের মানুষকে হারিয়ে ফেলি, ভালবাসার মানুষকে কাছে না পাওয়ার কষ্ট যে মানুষকে কতটা কষ্ট দেয় তা শুধু যে পেয়েছেন শুধু সে নিজেই বলতে পারবেন।

আমরা আজকে আপনাদের জন্যে সেরকম কিছু কষ্টের এস এম এস নিয়ে হাজির হয়েছি। যা আমরা গভীর রাতে আমাদের মনের মাঝে উদয় হয়। মাঝ রাতে আমাদের ঘুম ভেঙ্গে গেলে আমাদের মনে সেই কষ্ট গুলো গভীর ভাবে কষ্ট দেয়। আসুন তাহলে আমরা দেখে নেই কিছু মন ফ্রেস করা কথা। যা আপনার ও আপনার মনের মানুষকে শান্ত করতে পারে।

রাত জাগা কষ্টের এস এম এস

রাত জাগা কষ্টের এস এম এস আমরা অনেক সময় খুঁজে থাকি, আমরা আমাদের কিছু কষ্টের কথা মানুষের সাথে শেয়ার করতে পারিনা । কিন্তু আমরা তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি। আসুন আমরা এরকম কিছু মন মাতানো কিছু স্ট্যাটাস বা এস এম এস দেখে নেই।

ওগো আমার প্রিয়, তুমি আমার যখন মাঝ রাতে আমার ঘুম ভেঙ্গে যায় তখন আমার মনে পরে তোমার কথা, তোমার সাথে কাটান সুন্দর সময় গুলোর কথা। তোমাকে আমি কোন দিনি ভুলতে পারি নাই, হয়তো বা কোন দিনই ভুলতে পারব না।

মানুষ ভালবাসে তার মনের আবেগের কারনে, হয়তো একসময় তার আবেগ শেষ হয়ে যায়, সাথে সাথে তার ভালবাসায় ভাটা পরে যায়। কিন্তু আপনি যদি আপনার মনের মানুষের মায়ার পরে তাকে ভালবাসেন তাহলে আপনি সেই ভালবাসা কখনও কমে যেতে দেখবেন না।

ভালবাসা মানুষকে অনেক রকম ভাবে পরিবর্তন করে দেয়, যেমন আমি পরিবর্তন হয়েছিলাম তোমার ভালবাসায়। তুমি আমাকে গরেছিলে নতুন করে। এখন তুমি আমার কাছে নেই , তাই বলে কি আমি আবার আগের মত হয়ে যাব ? না আমি তোমার আমিই থাকবো, তাহলেই আমার ভিতরে আমি তোমাকে খুজে পাবো।

ভালবাসার মানুষকে সবাই কাছে পেতে চায়, কিন্তু ভালবাসার মানুষের সাথে খুব কম মানুষী বেশি দিন ভাল থাকতে পারে। কিছুদিন পরে ভালবাসার মানুষের সাথে থাকাটা যেন একরকম চ্যালেঞ্জ হয়ে যায়। এর কারন হচ্ছে চেহারার সৌন্দর্যের প্রেমে পরা। মনের সৌন্দর্যের প্রেমে পরা মানুষ গুলো চিরদিন একসাথে থাকতে পারে।

 কষ্ট আমারও হয়
কিন্তু কাউকে বলতে পারি না
চিৎকার করে কাঁদতে
আমারও ইচ্ছে করে
কিন্তু আমি তা কখনোই
পারবো না
কারণ, আমি ছেলে ।

মেঘ কালো আধার কালো,
কালো আমার চুল, তার থেকে অধিক কালো
কিছু মানুষের মন।

কষ্টটা ,
খুব বেশি মনে লাগে,
যখন আপন মানুষ,
কোন কারণ ছাড়াই
অবহেলা করে।

ভালবাসার মানুষ থেকে দূরে থাকা যে কি পরিমান কষ্টের,
আমি তোমাকে তা বোঝাতে পারব না। তুমি যদি আমার আপন হতে তাহলে
তুমি আমার থেকে আরো বেশি কষ্টে থাকতে।

রাতে যখন আমার ঘুম ভেঙে যায়,
তখন তোমার কথা আমার খুব বেশি মনে পরে।
মনে পরে তোমার সাথে কাটানো সুন্দর সময় গুলোর কথা।
যা আজো আমাকে কষ্ট দেয়। আমার মনের ভিতরে বয়ে যায় কাল বৈশাখির ঝড়,
যা আমার মনের দেয়াল কে ভেঙে তছনছ করে দেয়।

কষ্ট মানুষকে খাটি করতে সহায়তা করে। কারন আমি কষ্টের আগুনে পুরে হয়েছি খাঁটি, কারন এখন আর কাউকেই বিশ্বাস করতে পারিনা, তাই এখন আর চাইলেও আমাকে কেউ ঠকাতে পারবেনা।

শেষ কথা

প্রিয় পাঠক, ভালবাসা মানুষকে শুধু কষ্টই দেয় না। ভালবাসার কারনেই মানুষ এতো সুখি হয়। ভালবাসা ছাড়া মানুষ কখন সুখি হতে পারে না। তাই কষ্টকে ভুলে ভালবাসতে হবে। ভালবাসার মূল্য দিতে হবে। তাহলেই আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর নির্মল। ধন্যবাদ। 

আরো পড়ুন-

অপরিচিত কারো সাথে কথা বলার কৌশল- নিজেকে তুলে ধরুন কথার মাধমে

টাকা আর ভালোবাসা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

সাদামাটা জীবন নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস ও কবিতা

মশা দিবস কবে-মশা দিবসকে সামনে রেখে আমাদের করণীয়

পরিবার থেকে দূরে থাকার কষ্ট – স্ট্যাটাস, উক্তি ও কবিতা

পরিবার নিয়ে কষ্টের স্ট্যাটাস,উক্তি ও কবিতা

ক্যালসিয়াম যুক্ত খাবার তালিকা- নিজেকে করে নিন রিচার্জ

১৫ আগস্ট মোট কতজন শহীদ হন-যে ঘটনা সবার জানা দরকার

ইমোশনাল লাভ মেসেজ- লাভ মেসেজ

Leave a Comment