লোডশেডিং নিয়ে মজার স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা
আমরা সবাই কম বেশি এই কথাটির সাথে পরিচিত। আমাদের দেশের পরিস্থিতির সাথে লোডশেডিং খুবি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বাংলাশে এখন লোডশেডিং চরমে পৌছে গিয়েছে। দেশের মানুষ গরমে চরম পর্যায়ে চলে গেছে। মানুষ এখন লোডশেডিং এর কারনে অতিষ্ঠ। এই লোডশেডিং এর কারনে দেশের সকল কার্যক্রম ব্যাহত হয়। স্কুল-কলেজের ছাত্র ছাত্রিদের লেখা পড়ার দারুণ ক্ষতি হয়ে থাকে। কলকারখানার উৎপাদন ব্যাহত হয়। Load shedding niye status
লোডশেডিং কেন হয়
লোডশেডিং এর প্রথান কারন হচ্ছে বিদ্যুৎ এর ঘাটতি, দেশে যে পরিমান বিদ্যুৎ এর দরকার উৎপাদন যদি তার থেকে কম হয় তাহলেই লোডশেডিং হয়ে থাকে। আমাদের দেশে নানান রকম সমস্যার কারনে লোডশেডিং হয়ে থাকে। আমাদের দেশের সকল ক্যাবল হচ্ছে খুটিদিয়ে উপরে দেয়া। দেশে এখন নানান রকম ঝড় ও নানান রকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে থকে। আর সেই কারনে খুটি ও তার ক্ষতি গ্রস্থ হয়ে যায়। এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে। দেশে একবার যদি কন রকম সমস্যা হয়ে থাকে তাহলে তা ঠিক করতে করতে কয়েকদিন লেগে যায়। আর দেশের সাধরন মানুষের কষ্ট লাগেই থাকে।
লোডশেডিং এর কারনে কি কি ক্ষতি হয়
বিশ্ব এখন অনেক এগিয়ে, সব রকম কাজ হয়ে থাকে বিদ্যুতের মাধ্যমে। বিশ্বের কোন দেশেই এই রকম লোডশেডিং হয় না। শুধু আমাদের দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে এই সমস্যা চরম পর্যায়ে পৌছে গিয়েছে। লোডশেডিং এর কারনে দেশের প্রায় সকল কাজ বাধা গ্রস্থ হয়ে থাকে, দেশে কলকারখানায় ক্ষতি হয় সবচেয়ে বেশি। যে সকল ছোট ও মাঝারি শিল্প কারখানা রয়েছে তাদের নিজিশ্ব পাওয়ার সাল্পাই না থাকার কারনে তাদের উৎপাদন বন্ধ থাকে। তাই তাদের প্রচুর পরিমান ক্ষতি হয়ে থাকে।
তারপরে সরকারি বেসরকারি অফিস আদালতে বিদ্যুতের কারনে কার্যক্রম বন্ধ অবস্থায় থাকে, কারন বিদ্যুৎ তা থাকলে ইন্টারনেট থাকে না। আর এখন প্রায় সকল কাজ হয়ে থাকে অনলাইনের মাধ্যমে। এই রকম কারনে মানুষের জীবন যাত্রা ধীর হয়ে যায়। আমরা উন্নত দেশ গুলোর সাথে সমান তালে চলতে পারি না। আমাদের ছোট ছেলে মেয়েরা যারা স্কুল-কলেজে পরে তারা বিদ্যুতের কারনে তাদের লেখা পড়া ঠিক মত করতে পারে না। তারা পিছিয়ে যায় প্রথম সারি থেকে।
তাই বিদ্যুৎ হচ্ছে এখন দেশের অবকাঠামো গঠনের প্রথম ধাপ। বিদ্যুৎ না থাকলে দেশের সকল কাজ পিছিয়ে যায়। তাই দেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই দেশের বিদ্যুৎ ব্যবস্থার উনয়ন সাধন করতে হবে। তা না হলে দেশ কে কখনই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে দেশের সরকার কে তার গুরুত্ব পুর্ন ভুমিকা পালক করতে হবে। আর সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
লোডশেডিং নিয়ে স্ট্যাটাস
আমরা এখনকার সময় প্রায় সব কিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি, কারন আমরা এখন মনের ভাব প্রকাশ করে থাকি নানান করম স্ট্যাটাস এর মাধ্যমে। আসুন তাহলে দেখে নেই লোডশেডিং নিয়ে কিছু স্ট্যাটাসঃ
- কোথায় গেল কুপি দোয়াত, কোথায় গেল তালের পাখা আসলো এখন কারেন্ট হলো ,হলো আমাদের দুর্দশা।
- জোনাকি গুলো দিচ্ছে সারা লোডশেডিং আজ শহর জুড়ে অন্ধকারে ব্যাকুল এ মন রয়েছে এ মন নেশার ঘোরে।
- বিদ্যুত যখন ছিলনা, ছিল তালপাখার পাতা, এখন শুথু লোডশেডিং, বিদ্যুত চলেগেলেই ঘুরে মাথা।
- প্রিয়জনের শূন্যতার চেয়ে কারেন্টের শূন্যতা বেশি প্যারা দিচ্ছে। ?
- তোমার শহরে শুদ্ধ অক্সিজেন নেই লোডশেডিং এর অভাব কিন্তু আমার শহরে আজও শুদ্ধ অক্সিজেন কেবলই লোডশেডিং এর স্বভাব।
- হায়রে কপাল মন্দরে, দেশে কারেন্ট থাকতেও, থাকি সবাই অন্ধকারে।
- তুমি তখন শান্তিনিকেতনে ,সঙ্গে রঙিন মানুষ, আমার বসন্ত একান্ত, কালো ভেতর ঘরে হঠাৎ লোডশেডিং, হারানো আমি কে খুঁজছে জোনাকির আলো।
লোডশেডিং নিয়ে ক্যাপশন
লোডশেডিং আর গরমে বাংলাদেশের মানুষ এখন খুবি বিরক্ত। সাধারন মানুষ যখন গরমে অতিষ্ঠ তখনই কারেন্ট তাদের সাথে করে তামাসা, এ যেন এক নিদারুন উপহাস। আমরা এখন জানবো লোডশেডিং নিয়ে কিছু ক্যাপশন।
- আগে ভয়ে থাকতাম যে কখন যেন কারেন্ট চলে যাবে, আর এখন চিন্তায় থাকি কখন যেন কারেন্ট আসে।
- আগে খবরে শুনতাম দিনের ২৪ ঘন্টার মধ্যে ৩-৪ ঘন্টা কারেন্ট থাকে না, আর এখন শুনি ২৪ ঘন্টার মধ্যে ১-২ ঘন্টা কারেন্ট থাকে।
- বিদ্যুৎ সেতো আমাবশ্যার চাঁদ, আর আমরা হলাম বামন, চাঁদ চাদকে ধরা অসম্ভব।
- দিন যায় দন আসে, কিন্তু কারেন্ট যায় কারেন্ট আসে না।
- বেজি দেখলে যেমন সাপ গরতে পালায়, তেমন মেঘ দেখলেই কারেন্ট পালায়।
- দেশের তাপমাত্রা আর লোডশেডিং যেন পাল্লা দিয়ে বেরেই চলছে।
- আমাদের দেশের কারেন্ট আর উন্নত দেশের কারেন্টের মধ্যে পার্থক্য হলো তাদেরটা সব সময় থাকে,আর আমাদের টা সব সময় থাকে না।
- প্রিয়জনের অভাবের থেকে কারেন্টের অভাব বেশি কষ্টের।
লোডশেডিং নিয়ে কবিতা
আসুন তাহলে এই গরমে জেনে নেই গরমের কিছু কবিতা, যদি গরমের কবিতা পাঠ করে কিছু গরম কমানো যায়। কবিগন তাদের কবিতা রচনা করেছেন গরমে বসে । আসুন জেনে নেই মজার কবিতা।
লোডশেডিং
শুরু হলো লোডশেডিং
এবার কারেন্ট যাবার পালা
পাশের বাড়ীর খালা আসল
হাতে নিয়ে খাবার থালা।
তাহার ঘরে নাইকো মোম
ঘর তাই আজ অন্ধকার
খাওয়া শেষ হতে খালার
আলো বেশ দরকার।
রাগে দুঃখে খালা আজ
করছে বকা বকি।
খালার বকা শুনে আসলো
পাশের বাসার রকি।
রকি এসে বল্ল খালা
বকা দিয়ে খালা কি হয়?
লোডশেডিং হলো আমাদের সাথী
এটা জীবনের শেষ হবার নয়।
লোডশেডিং
দু’চোখে ঘুম আসে না,
বিদ্যুৎ চলে যাওয়ার পর
আগুনের মতো লাগে এ ঘর।
আকাশেও হয় না মেঘের বাসর
চারিদিকে লোকে বলে গরম! গরম!
শেষ কথা
প্রিয় পাঠক, আসা করি লোডশেডিং নিয়ে এই মজার পোষ্টি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
আরো পড়ুন-
ত্যাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা- কিছু কথা
ক্ষুধা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা
পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা
রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা
মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা
হাঁটা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা