ভাগ্য নিয়ে স্ট্যাটাস, উক্তি ও হাদিস

কথায় আছে ভাগ্য যাকে সায় দেয় সব কিছু তার জন্যে সহজ হয়ে যায়। আজকে আমরা কথা বলব ভাগ্য নিয়ে। আমরা অধিকাংশ মানুষই ভাগ্যকে বিশ্বাস করি। আমরা জানি যে ভাগ্য মানুষের হাতে থাকে না। সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য লিখে রেখেছেন অনেক আগেই। তিনিই আমাদের ভাগ্যের বিধান দাতা। কিন্তু তাই বলে আমাদের সব কিছু ছেরে দিয়ে শুধু ভাগ্যের কথা বলে বসে থাকলে তো আর চলবে না।vaggo niye status,ukti o hadis

ভাগ্য পরিবর্তন মানুষ করতে পারে তার কর্মধারা। আর কর্মই মানুষের ভাগ্যকে সুন্দর করে দেয়। কিন্তু যে মানুষ সব কিছু বাদ দিয়ে  বসে থাকে আর বলে যে ভাগ্যে যা আছে তাই হবে তাহলে তার জীবনে কষ্ট ছড়া আর কিছুই নাই। আমাদের কাজের বা চেষ্টার মাধ্যমে আমাদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা থাকতে হবে তাহলেই আমাদের ভাগ্য উজ্জ্বল হয়ে যাবে। 

ভাগ্য নিয়ে স্ট্যাটাস 

আমরা আজকে ভাগ্য নিয়ে কিছু স্ট্যাটাস জানবো। কারন অনেক সময় আমদের সি সব স্ট্যাটাস আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি। এই সব স্ট্যাটাস তাই হতে হবে সুন্দর। ভাগ্য মানুষের অনেক বড় একটি সত্য । কারন কোন মানুষই তার ভাগ্যকে ফাকি দিতে পারেনা। কথায় আছে যে ভাগ্যের পরিণতি সবাইকে বরন করে নিত্রে হবে। আসুন তাহলে ভাগ্য নিয়ে কিছু স্ট্যাটাস জেনে নেইঃ

  • মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয়না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে।
  • ভাগ্য মানুষের পাশে সব সময় থাকে না। কিছু সময় তা কাছে রাখতে হয়।
  • তুমি যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও তাহলে তা করতে হবে তোমার কর্ম দিয়ে।
  • ভাগ্য মানুষের সাথে কখনই প্রতারনা করে না।প্রতারনা করে সে নিজে তার ভাগ্যের সাথে।
  • পরিশ্রমী ব্যক্তিকে কখনই তার ভাগ্যের কথা ভাবতে হয় না। কারন দর্বল লোক থাকে ভাগ্যের দিকে তাকিয়ে।
  • অন্যের ভাগ্য দেখে কখন হিংসা করতে নেই। কারন হিংসাই সকল খারাপ ভাগ্যের কারন।
  • ভাগ্য আপনাকে ঠিকই আপনার গন্তব্যে নিয়ে যাবে, আপনাকে শুধু আপনার রোলটা প্লে করতে হবে।
  • মানুষ সব সময় তার ভাগ্যকে পরিবর্তন করতে চায়, কিন্তু সব সময় তা পারেনা।
  • সৌভাগ্য এবং প্রেম নির্ভীকের সঙ্গ ত্যাগ করে। 
  • কর্ম ভাগ্যের বীজ, এর ফল ভাগ্যে পরিণত হয় ।

ভাগ্য নিয়ে উক্তি

আমরা এখন জানব ভাগ্য নিয়ে কিছু উক্তি। কিছু বিখ্যাত ব্যাক্তি যারা কিনা ভাগ্য নিয়ে খুব সুন্দর কিছু কথা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা এখন সেই কথা বাণী গুলো জানবো। অনেক সময় আমরা আমাদের প্রযোজনে অনেক কথা ভলতে হয় আমাদের চলার পথে, আপনি যদি এই কথা গুলো জেনে থাকলে হয়তবা কাজে আসতে পারে। আসুন তাহলে জেনে নেয়া যাক ভাগ্য নিয়ে কিছু উক্তিলঃ

  • যে ভাগ্য বিশ্বাস করে সে ভাগ্য গড়তে জানে না। -মেরি বেকার
  • দূর্বলেরা ভাগ্যকে বিশ্বাস করেন, আর স্ববলেরা ভাগ্যকে নিজ হাতে তৈরি করে।- অগাষ্টিন।
  • আল্লাহর উপর বিশ্বাস রেখেই কাজ করে যেতে হবে। ভাগ্য আল্লহতালা ইনশাআল্লাহ্‌ বদলে দেবেন।
  • মানুষ সর্বত্র প্রকৃতি এবং ভাগ্যকে দোষ দেয়, তবুও বেশিরভাগ ক্ষেত্রে তার ভাগ্য হয় তার চরিত্র, আবেগের প্রতিধ্বনি, তার ভুল এবং দুর্বলতাগুলি।— ডেমোক্রিটাস
  • আপনার দৃষ্টি আকর্ষণ করার আশায় যখন ভাগ্য আপনার দিকে ছড়িয়ে পড়ে তখন ভাগ্যকে চিনতে শিখুন।
  • আমি মনে করি আমরা প্রারম্ভিক পাখির সৌভাগ্যকে
  • খুব বেশি বিবেচনা করি এবং প্রারম্ভিক কীটের দুর্ভাগ্য যথেষ্ট নয়।
  • ভাগ্য নিয়ে কখন কখন বাজি ধরতে হয়, দেখতে হয় যে কারটা বেশি ধারাল। 

vaggo niye kichu hadis

ভাগ্য নিয়ে হাদিস

আমরা এখন জানব কিছু হাদিস , আমাদের নবী (সাঃ) তার জিবদ্ধশায় ভাগ্য নিয়ে হাদিস আমাদের জন্যে দিয়ে গেছেন । আমরা এখন সেই হাদিস গুলো জানবো। যা আমাদের জীবনের জন্যে খুবি উপকারি। আসুন তাহলে জেনে নেয়া যাক কিছু হাদিসঃ

  • আল্লাহ কর্তৃক নির্ধারিত : মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, ‘আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মতো।–’ (সুরা : কামার, আয়াত : ৪৯-৫০)।
  • হযরত আয়েশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা.কে বলতে শুনেছি, যে ব্যক্তি তাকদিরের ব্যাপারে বেশি কথাবার্তা বলবে তাকে কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর যে এ ব্যাপারে উচ্চবাচ্য করবে না, সে জিজ্ঞাসিত হবে না। (সুনানু ইবনে মাজাহ: পৃ. ০৯)।
  • আমার যখন দুশ্চিন্তা, ভয় বা প্রেমের সম্পর্ক থাকে,তখন তা কবিতায় রূপান্তরিত করার সৌভাগ্য আমার হয়।
  • ভাগ্য জীবনে সংযম আনে : ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ বলেন, ‘এটা (ভাগ্য নির্ধারণ) এ জন্য যে, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোত্ফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের।’ (সুরা : হাদিদ, আয়াত : ২৩)।

শেষ কথা 

প্রিয় পাঠক, আশা করি আমাদের এই পোষ্টি ভাল লেগেছে। আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্টের মাধ্যমে। আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। এরকম আরো পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন,ধন্যবাদ।

আরো পড়ুন-

ইমোশনাল স্ট্যাটাস, আবেগ ভরা উক্তি ও ছন্দ

কাজ নিয়ে স্ট্যাটাস, উক্তি ও কবিতা

গ্রাম নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

হাতপাখা নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা

গরমে ত্বকের যত্ন কিভাবে নেব

গরমে নবজাতক শিশুর যত্ন-শিশুকে সুস্থ রাখতে মেনে চলুন এই টিপস গুলো

বাংলাদেশে লোডশেডিং এর কারণ কি- লোডশেডিং থেকে রক্ষার উপায়

আগুন নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা

Leave a Comment