টেলিটক ব্যালেন্স চেক – নাম্বার দেখার নিয়ম -অফার দেখার নিয়ম

বাংলাদেশের একমাত্র সরকারি মালিকানা সিম কোম্পানি হচ্ছে টেলিটক কোম্পানি, সরকারি সিম কোম্পানি হওয়ার জন্যে এই সিমে সব সময় দারুণ সব অফার সব সময় দিয়ে থাকে কোম্পানি। আর এই সিমের গ্রাহক সারা দেশে প্রায় ৪.৫ মিলিয়ন রয়েছে। আজকে আমরা এই সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয় তা জানবো। Teletalk er balance check-Number dekhar niyom-ofar dekhar niyom

দেশে এখন প্রায় হাতে হাতে স্মার্ট ফোন লক্ষ্য করা যায়,কিশর থেকে বুড়ো সবাই এখন স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন। এখন প্রায় সকল কাজ হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে। তাই আমাদের সিমের অনেক কিছু চেক করতে হয়। চেক করতে হয় ব্যালেন্স। বা ডাটা চেক করতে হয়। সঠিক সময়ে ডাটা চেক না করলে আপনার ব্যালেন্সের সকল টাকা চলে যাবে নেটের কারনে। তাই এই সব ব্যলেন্স চেক করা খুবি দরকারি। আসুন তাহলে কথা না বাড়িয়ে যেনে নেই সে সকল নিয়মঃ

টেলিটকের ব্যালেন্স চেক করার নিয়ম

আমরা এখন জানবো টেলিটক সিমের ব্যালেন্স চেক করার নিয়ম। আপনাকে টেলিটকের ব্যালেন্স চেক করার জন্যে প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে নম্বার লিখে ডায়াল করতে হবে তাহলেই আপনি দেখতে পাবেন আপনার ব্যালেন্স সহ সকল প্রকার  সেবা।

ব্যালেন্স চেক করতে ডায়াল করুন- *152#

অথবা আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন My Teletalk অ্যাপস, এখান থেকেও আপনি দেখতে পারবেন আপনার সিমের ব্যালেন্স।

মিনিট ব্যালেন্স চেক করার নিয়ম

আমরা এখন জানবো টেলিটক সিমের মিনিট দেখার নিয়ম। আমরা এখন প্রায় সময়ই মিনিট কিনে কথা বলে থাকি। এই মিনিট কিনে কথা বলাটা খুবি সাশ্রয়ই। কিন্তু এই মিনিট কিনে কথা বলতে আমাদের দেখতে হয় মিনিটের ব্যালেন্স। যদি আপনি সঠিক সময়ে ব্যালেন্স চেক না করেন তাহলে আপনার মেন ব্যালেন্স থেকে টাকা কেটে যাবে। আসুন তাহলে যেনে নেইঃ

মিনিট দেখতে আপনি চলে যান আপনার ডায়াল অপশনে। সেখানে গিয়ে ডায়াল করে দেখে নিন আপনার মিনিটের ব্যালেন্স।

মিনিট এর ব্যালেন্স দেখতে ডায়াল করুন *152# এবং দেখে নিন আপনার মিনিটের ব্যালেন্স।

টেলিটকের নাম্বার এখার নিয়ম 

আমরা অনেক সময় আমাদের ফোনের নাম্বার ভুলে যাই। তখন আমরা খুব বিব্রত কর পরিস্থিতিতে পরে যাই, কিন্তু আমরা যদি এই কোডটি জেনে রাখি তাহলে মুহর্তের মধ্যেই আমরা বের করতে পারব আমাদের সিমের নাম্বার। আসুন তাহলে জেনে নেই টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম।

টেলিটক নিজের মোবাইল নাম্বার দেখার কোড হচ্ছে Type “Tar” & send to 222 ।

এভাবেই আপনি আপনার সিমের নাম্বার খুব সহজেই দেখতে পারবেন।

অফার দেখার নিয়ম

বাংলাদেশের অনেক ছাত্র ছাত্রী রয়েছে যারা নেট ব্যাবহার করে তাদের লেখা পড়া করে থাকে, তাঁরা বেশি টাকা দিয়ে নেট ব্যাবহার করতে চায় না। অনেক সাধারন মানুষ সহ আমরা সবাই অফারের কথা শুনলে খুব খুশি হয়ে যাই। সবাই চায় অফার লুফে নিতে। এই সব অফার নিতে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে নেটের দিকে। তাহলে আসুন দেখে নেই টেলিটক সিমের অফার দেখার নিয়মঃ

টেলিটক সিমের অফার দেখার দুটি নিয়ম রয়েছে। যেমন নাম্বার কোড ডায়ালের মাধ্যমে অন্যটি হচ্ছে মাই টেলিটক অ্যাপ এর মাধ্যমে। আসুন তাহলে জেনে নেয়া যাক উপায় দুটি

প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে যাবেন, গিয়ে লিখবেন *111#

এখন দেখবেন আপনার সামনে চলে আসবে একটি পেজ, সেখান থেকে আপনি আপনার পছন্দ মত অফারটি বেছে নিতে পারেন।

অ্যাপেরন মাধ্যমে অফার চেক করতে আপনাকে প্রথমে প্লে স্টোরে গিয়ে My Teletak লিখে সার্চ দিন এবং অ্যাপটি ইন্সটল করে নিন। 

তারপর আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন হয়ে গেলেই অ্যাপসটি সচল হয়ে যাবে। তাহলে আপনি এই অ্যাপের মাধ্যমে পেতে পারেন সকল রকম সুবিধা। এবং বাছাই করতে পারেন আকর্ষণীয় অফারটি। 

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আমাদের এই পোষ্টি আপনাদের কাছে ভাল লেগেছে। এই নিয়ম গুলো লক্ষ্য করলেই আপনি পেতে পারেন আপনার সকল রকম সুবিধা। আপনাদের সকল মতামত ও জিজ্ঞাসা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, ধন্যবাদ। 

আরো পড়ুন-

বিমানে কি কি নেয়া যাবে না-বিমানের লাগেজ বিধিমালা

ভাগ্য নিয়ে স্ট্যাটাস, উক্তি ও হাদিস

ইমোশনাল স্ট্যাটাস, আবেগ ভরা উক্তি ও ছন্দ

কাজ নিয়ে স্ট্যাটাস, উক্তি ও কবিতা

গ্রাম নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

হাতপাখা নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা

গরমে ত্বকের যত্ন কিভাবে নেব

গরমে নবজাতক শিশুর যত্ন-শিশুকে সুস্থ রাখতে মেনে চলুন এই টিপস গুলো

Leave a Comment