ছেলের প্রতি বাবার ভালোবাসার উক্তি, স্ট্যাটাস ও বাবার উপদেশ

সন্তানের প্রতি যে বাবার কতোটা ভালোবাসা আর আবেগ থাকে তা বাবা না হওয়া পর্যন্ত কোন ভাবেই উপভদ্ধি করা সম্ভব নয়। একজন বাবা তার পুরো জীবনটা বিলিয়ে দিয়ে থাকেন তার সন্তানের সুখের জন্যে। বাবা সব সময়ই চান তার সন্তান যেন মানুষের মতো মানুষ হন। একজন সন্তান যখন মানুষের মতো মানুষ হন তখন ওই বাবার আর সুখের শেষ থাকে না। seler proti babar valobasar ukti, status o upodesh

আমরা আজকে জানবো ছেলের জন্যে বাবার দেয়া কিছু সুন্দর ও হৃদয় ছুয়ে যাওয়া কিছু উপদেশ, উক্তি ও বাণী। আসুন তাহলে দেখে নেয়া যাক ।

ছেলের প্রতি বাবার স্ট্যাটাস

বাবা চান তার ছেলে মানুষের মতো মানুষ হোক, এবং দেশ ও দশের কল্যানে আগিয়ে আসুক। এই সকল ভাল কাজের পিছনে রয়েছে বাবার দেয়া কিছু উপদেশ। যে সকল ছেলেরা তাদের বাবার কথা শুনে সেই অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেন তাদের জীবনটা হয়ে যায় সুন্দর, আসুন তাহলে দেখে নেয়া যাক।

  • প্রতিটি বাবা যানেন যে ছেলেদের বড় ও মানুষের মত মানুষ করতে কতোটা কষ্ট পোহাতে হয়, আর ছেলেদের উচিত সেই কষ্টটাকে কাজে লাগানো।
  • আমি জানি যে একজন ছেলে মানুষ করতে কতটা কষ্ট করতে হয়, তাই আমি চাই আমার ছেলেসহ সকল ছেলেরা মানুষের মত মানুষ হোক।
  • তুমি যদি বড় হও, বড় হব আমি, আর তুমি যদি ছোট হও তাহলে আমি নিজেই ছোট হয়ে যাবো সবার কাছে। তুমি কি চাও যে তোমার বাবা অন্যের কাছে ছোট হোক ?
  • আমি যখন আমার ছেলের সাথে বাহিরে যাই তখন আমার দেই দিন গুলোর কথা মনে পরে যায়, যখন আমি আমার ছেলেকে কোলে নিয়ে বাহিরে বাড়াতে যেতাম।
  • বৃদ্ধ বয়সে বাবার সব চেয়ে ভাল সঙ্গী হতে পারে তার বাবা, কারন তোমার কাছেই হতে পারে তার নিরাপদ আশ্রয়।
  • ছেলে থাকতে যদি কোন বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, তাহলে সেই ছালে থাকার চেয়ে না থাকাটাই উত্তম।
  • তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে তুমি হবে সব থেকে উত্তম। তাই সবার কাছে উত্তম হতে চেষ্টা করো।

seler prti babar valobasar ukti

ছেলের প্রতি বাবার ভালোবাসার উক্তি

ছেলের প্রতি বাবার থাকে অগাধ ভালোবাসা, আর সেই পরিমাণ ভালোবাসা থাকা উচিত বাবার প্রতিও। কিন্তু আজকের এই দিনে বাবার প্রতি তার ছেলেদের সেই ভালোবাসাটা আর পাওয়া যায় না। তাই প্রায় প্রতিটি বাবার বৃদ্ধ বয়সে থাকে শুধু কষ্ট আর যন্ত্রণা। আমরা এখন জানবো কিছু উক্তি যা বাবা ছেলের ভালোবাসা প্রকাশ করে। আসুন তাহলে দেখে নেয়া যাক।

  • “তোমার স্বপ্ন অনুসরণ করো, কারণ আমি তোমার পাশে সর্বদা থাকব।”
  • ‘’মন থেকে দোয়া করি তোমার জন্যে , তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো, বাবা তোমার পাশে সবসময় আছে।’’
  • ‘’আমি চাই তুমি ভালোবাসতে শেখো, কারন তুমি ভালোবাসতে শিখলেই মানুষ হতে পারবে।’’
  • ‘’আমি চাই আমার ছেলে বিশ্ব জয় করে ঘড়ে ফিরুক, কারন আমি আমার ছেলেকে সে ভাবে তৈরি করার চেষ্টা করেছি।
  • ‘’তুমি যদি একাগ্রো চিত্তে চেষ্টা করো তাহলে দুনিয়ার কোন কিছুই তোমার অসাধ্য থাকবে না। তুমি তোমার বাবার এই কথাটি মনে রেখো।’’
  • ‘’বাবা হচ্ছেন সেই সম্পদ যা তুমি কোন দিন টাকা দিয়ে কিনতে পারবে না। তাই বাবা থাকতে বাবার কদর করতে শেখো।’’
  • ‘’তুমি যদি তোমার জীবনের চলার পথে তোমার বাবাকে পাশে পাও, তাহলে তোমার থেকে ভাগ্যবান আর এই দুনিয়ে নেই।
  • বাবা হচ্ছেন সেই মানুষ যে সারা জীবন তোমাকে সাপোর্ট করে গেছেন পর্দার আরাল থেকে, যা তুমি কোন দিন দেখতে পাওনি। তাই তাকে কখনোই কষ্ট দিও না।
  • বাবা হচ্ছেন তোমার  মাথার উপর থাকা বট গাছ, যার ফল না থাকলেও ছায়াটা খুবি জরুরী।

ছেলের প্রতি বাবার উপদেশ

বাবার তার ছেলেকে প্রায় সময়ই উপদেশ দিয়ে থাকেন, কিন্তু সেই উপদেশ ছেলেদের শুনতে খুবি কষ্ট হয়। কারন তাঁরা তখনো অনেক অবুঝ থাকেন। কিন্তু যখন সেই উপদেশ গুলোর কথা মনে পরে যায় তখন আর করার মতো কিছুই থাকে না। আসুন আমরা এখন জেনে নেই বাবার করা সেরা কিছু উপদেশ যা ছেলের জন্যে খুবি উপকারী হয়ে থাকে।

> জীবনে কিছুই কিংবা কেউই “অপরিহার্য” নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে–বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। 

>  জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

> ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা, আর সব চেয়ে বড় দারিদ্র হচ্ছে মুর্খতা।

> নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, আর সব চেয়ে অধিক মূল্যবান হচ্ছে হৃদয়বান হওয়া।

> বোকার থাকে কখনও বন্ধুত্ব করতে যাবে না,সে তোমার উপকার করার থেকে ক্ষতি করবে বেশি।

> কৃপনের সাথেও কখনও বন্ধুত্ব করবে না, কারন বিপদের সময় সে তোমার পাশে না থেকে নিজেকে গুটিয়ে নিবে।

> সাবধান, কোন পরনিন্দা কারিকেও নিজের বন্ধু বানিয়ো না, কারন সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে।

> মিথ্যাবাদীর সাথেও কখনও বন্ধুত্ব গড়ে তুলবে না, কারন সে মরীচিকার মত দূরের স্বপ্নে বিভর করে কাছের জীনিশ গুলোকে দূরে সরিয়ে দিবে। 

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি আমাদের এই পষ্টি আপনাদের ভাল লাগবে। এখানে আমরা কিছু সেরা সেরা উপদেশ ও বাণী তুলে ধরার চেষ্টা করেছি। যা আপনাদের নানা ভাবে কাজে লাগবে আশা করি। এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

আরো পড়ুন-

মজার ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন ও মজার ছন্দ

পরীক্ষা নিয়ে মজার স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কবিতা

মেয়েদের চোখ নিয়ে প্রশংসা- স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

বিয়ে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, বাণী ও কবিতা- মজার উক্তি

ছেলেকে নিয়ে বাবার স্ট্যাটাস, ক্যাপশন, পিতা-পুত্রকে নিয়ে কবিতা

কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস, বাণী ও হাদিস

স্বামীকে খুশি করার এসএমএস – ভালোবাসায় সিক্ত এস এম এস

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কবিতা

জোছনা বিলাস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

Leave a Comment