রাগ খুব স্বাভাবিক একটি ব্যাপার।আমাদের সবারি কমবেশি রাগ রয়েছে।রাগ থাকাটা কনো দোষের কথা নয়,বরং রাগ না থাকাটা খুব বাঝে একটা বিষয়। আজকে আমিরা কথা বলবো রাগ নিয়ে,এবং তা হলো মেয়েদের রাগ নিয়ে।আমরা জানি রাগ ছেলে মেয়ে উভয়িরি রয়েছে।আমরা ছেলেদের রাগ করাটা যতটা স্বাভাবিক ভাবে নেই,মেয়েদের রাগ টাকে আমরা ততোটা ভাল ভাবে নেই না। Meyeder rag niye ukti
কিন্তু ইদানিং মেয়েদের রাগ টা অনেক বেশি লক্ষ্য করা যাছে সারা দুনিয়া জুরে।তাই আজকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের রাগ।আমাদের বন্ধু মহলে একটা কথা প্রচলন আছে যে, রাগ বা যেদ করা নাকি মেয়েদের হক। মেয়েদের রাগের কারনে বা যেদের কারনের অনেক সাজানো সংসার ভেঙ্গে চুড়ে খান খান হয়ে যাচ্ছে।আর নষ্ট হচ্ছে অনেক কমল মতি শিশুদের জীবন।তাই রাগ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধান হতে হবে।
মেয়েদের রাগ নিয়ে উক্তি
রাগ নিয়ে অনেক মনিষিগন অনেক উক্তি দিয়ে গেছেন,রাগের খারাপ দিকের সাথে পরিচিত হয় নাই এরকম মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না।একটি সংসারে যদি স্বামি স্ত্রী দুজনিই রাগী হয় আর যদি তারা তাদের রাগকে কন্ট্রল করতে না পারে তাহলে সংসারটা হয়ে উঠে অশান্তিময়।তা সংসারে শান্তি বজায় রাখতে দুজনকেই হতে হবে শান্ত মেজাজের।
আসুন তাহলে এখন আমরা জেনে নেই মেয়েদের রাগ নিয়ে কিছু বিখ্যাত ব্যাক্তিদের কিছু উক্তিঃ
- অতীতের প্রতি যত বেশি রাগ আপনি আপনার হৃদয়ে বহন করেন, বর্তমানের প্রতি আপনার তত কম প্রেম করার ক্ষমতা থাকবে।” – বারবারা দে অ্যাঞ্জেলিস
- ”রাগ একটি বৈধ আবেগ। এটি তখনই খারাপ হয় যখন এটি নিয়ন্ত্রণ নেয় এবং আপনাকে এমন কাজগুলি করতে দেয় যা আপনি করতে চান না। – এলেন হপকিন্স
- সমস্ত রাগের মধ্যে এমন একটি প্রয়োজন থাকে যা পূর্ণ হচ্ছে না। – মার্শাল বি. রোজেনবার্গ
- যখন ব্যথা, যন্ত্রণা বা রাগ ঘটে তখন আপনার চারপাশের নয় বরং আপনার মধ্যে দেখার সময়। – সদ্গুরু
- যতবারই আপনি রাগান্বিত হন, আপনি নিজেই নিজের শরীরে বিষ প্রয়োগ করেন। – আলফ্রেড এ মন্টপোর্ট
- রাগে যা শুরু হয় তা লজ্জায় শেষ হয়। – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
- রাগের সর্বোত্তম উত্তর হল নীরবতা। – পাওলো কোয়েলহো
মেয়েদের রাগ নিয়ে স্ট্যাটাস
মেয়েদের রাগ নিয়ে আমরা কমবেশি সবাই জানি।তাদের রাগ খুবি পাতলা রকমের হয়ে থাকে,তারা খুব অল্পতে রেগে যায়।আবার খুব তারাতারি তাদের রাগ কমে যায়।তাই ছেলেদের উচিত তারা যখন রাগ করেন তখন কথা না বলা।এবং কথা শুনেও না শোনার ভান করা ।আর যখন একজন কথার কনো উত্তর না দিবে তখন মেয়েরা এমনিতেই চুপ হয়ে যাবে।
এবার আসুন আমরা জেনে নেই মেয়েদের রাগ নিয়ে কিছু স্ট্যাটাস।কারন আমরা যখন কারো রাগের কারনে কষ্ট পাই তখন নানা রকম স্ট্যাটাস দিয়ে থাকি,এবং তাকে ঘুরিয়ে ফিরিয়ে বুঝাতে চাই যে আমি কতো টুকু কষ্ট পেয়েছি।তামাদের সুন্দর কিছু স্ট্যাটাস জানা দরকারি।আসুন তাহলে জেনে নেয়া যাক কিছু স্ট্যাটাসঃ
- “সমস্ত রাগের মধ্যে এমন একটি প্রয়োজন থাকে যা পূর্ণ হচ্ছে না।”
- “রাগ একটি বৈধ আবেগ। এটি তখনই খারাপ হয় যখন এটি নিয়ন্ত্রণ নেয় এবং আপনাকে এমন কাজগুলি করতে দেয় যা আপনি করতে চান না।”
- “অতীতের প্রতি যত বেশি রাগ আপনি আপনার হৃদয়ে বহন করেন, বর্তমানের প্রতি আপনার তত কম প্রেম করার ক্ষমতা থাকবে।”
- ভালো মানুষের রাগ থাকে বেশী যারা মিচকা শয়তান তারা রাগে না পাছায় লাথি মারলেও থেকে সবসময় জন্য হাসবে
- কোনো মহিলা মানুষের জেদ না থাকাটাই উত্তম, কারণ একটা মহিলার জেদ অনেক সময় একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। অন্য দিকে একটি পুরুষের জেদ তাকে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করে।
- নিজেকে যদি বদলে নিতে চাও তবে জেদের পরিত্রাণ থেকে নিজেকে রক্ষা করার অভ্যেস গড়ে তুলতে হবে।
- রাগ একটি বৈধ আবেগ। এটি তখনই খারাপ হয় যখন এটি নিয়ন্ত্রণ নেয় এবং আপনাকে এমন কাজগুলি করতে দেয় যা আপনি করতে চান না।”
মেয়েদের রাগ নিয়ে কবিতা
মেয়েদের ভালবাসা আর দুটোই সমান থাকে,তারা যাকে বেসি ভালবাসে তার উপর রাগো বেশি করে থাকে।তাই আমাদের বুঝে শুনে কথা বলতে হবে।আমাদের সঙ্গি যদি কনো কারনে আমাদের উপর প্রচুর ক্ষিপ্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে যে অবশ্যই কনো কারন আছে।তাই আমাদের চুপ থাকতে হবে এবং পুরো বিষয়টা বুঝার চেষ্টা করতে হবে।
মেয়েদের রাগ নিয়ে অনেক কবিগণ অনেক কবিতা রচনা করেছেন।আসুন এবার আমরা সেই কবিতা গুলো দেখে নেই। মেয়েদের রাগ ভাঙ্গাতে একটি কবিতাই অনেক সময় যথেষ্ট হয়ে থাকে।
রাগ করেছে তনু মনা
চোখ করেছে লাল,
ঠোঁট ফুলেছে, চোখ ফুলেছে
ফুলছে দুটো গাল।
রাগ করেছে তনু মনা
মানু দাদার বোন,
ফেলছে ছুড়ে থালা বাটি
ছুড়ছে মোবাইল ফোন।
রাগ কোরনা মিষ্টি তনু
রাগ কোরনা আর,
মানছি আমি ভুলটা আমার
মানছি আমি হার।
ভুল হয়েছে, ঘাট হয়েছে
ধরছি আমি কান,
হাসো এবার মিষ্টি করে
ভাঙ্গো এবার মান।
শেষ কথা
রাগ মানুষকে অনেক দূরে ঠেলে দেয়,তাই রাগকে কখনো পুশে রাখতে নেই।রাগ বুকের ভিতরে জমাট করে রাখলে কনো দিনি শান্তি পাওয়া যায় না। বরং যে রাগ পুশে রাখে সে তিলে তিলে কষ্ট পেয়ে থাকে।আর রাগ তার প্রিয় মানুষ থেকে দূরে সরিয়ে ফেলে।সম্পর্কের মাঝে ফাটল ধরে যায়।রাগের মাথায় কনো সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। কারন এসময় কনো সিদ্বান্ত নিলে তা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এবং তার জন্যে পরে অনেক বেশি মূল্য দিতে হতে পারে।অনেক সময় একটা ভুল সিদ্বান্তর জন্যে সারা জীবন কষ্ট ভোগ করতে হয়।পরে হাজার কাঁদলেও তা ফিরে পাওয়া যায় না।তাই মাথা গরম থাকা কালিন কনো বড় সিদ্বান্ত নিয়া ঠিক নয়।