চোখ যে মনের কথা বলে। চোখ নিয়ে মানুষের মাঝে যুগ যুগ ধরে রোমান্টিকের প্রতীক বহন করে আসছে। একজন ছেলে যখন কোন মেয়েকে দেখে মুগ্ধ হয় তখন সর্ব প্রথম সে ডুব দেয় তার চোখের সৌন্দর্যের মাঝে। আর তখন শুরু হয়ে যায় প্রশংসার অধ্যায়, সুন্দর প্রশংসা কে না পছন্দ করে। meyeder cokh niye proshongsha – status, caption o kobita
তাই কাউকে প্রশংসা করতে হলে তার সব থেকে সুন্দর জিনিস নিয়েই প্রশংসা করতে হয়। আর খুব সুন্দর ও চতুরতার সাথে প্রশংসা করতে হয়। তাহলে সহজেই তার মন আপনার উপর গলে যাবে। বিশেষ করে মেয়েরা প্রশংসা শুনতে খুবি ভালোবাসে। তাই আজকে মেয়েদের চোখ্র প্রশংসা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো। আসুন তাহলে দেখে নেয়া যাক।
মেয়েদের চোখের প্রশংসা
আপনি যদি কোন মেয়েকে তার চোখের প্রশংসা করতে চান তাহলে আপনার উচিত তাকে স্মার্টলি কিছু বলা। যাতে সে আপনার প্রশংসা শুনতে আগ্রহ প্রকাশ করে থাকনে। চোখ মানুষের সৌন্দর্যের প্রতীক। সব মানুষের রয়েছে সৃষ্টি কর্তার দেয়া এক জোড়া সুন্দর চোখ। শুধু একেক জন একেক ভাবে দেখে থাকে। আসুইন তাহলে এখন আমরা দেখি কিছু সুন্দর প্রশংসা।
- চোখ যে মানুষের সৌন্দর্যের প্রতীক তা আপনার চোখ দেখলেই বোঝা যায়। আমি মঝে মাঝে ভাবি যে এক জোড়া চোখ এত সুন্দর হয় কি করে।
- আপনার চোখ দুটো যে পরিমানে স্বচ্ছ যে, আপনার চোখের মাধ্যমে আপনার ভীতর পর্যন্ত দেখা যাচ্ছে। তাই চোখ দুটোকে যত্ন করে রাখবেন।
- আমি আপনার প্রেমে কখনই পরতাম না। কিন্তু আপনার চোখ আমাকে বাধ্য করেছে আপনার পেমে পড়তে। তাই এখানে আমার কোন দোষ নেই, এখন আপনি যা বলার বলতে পারেন।
- আপনার চোখ নিয়ে আমি যদি কবিতা লিখা শুরু করি তাহলে সেই কবিতা কখনই শেষ হবে না, তাই আমিও লেখা শুরু করতে পারি না। তবে এমন সুন্দর চোখ মানুষকে ঘায়েল করার জন্যে যথেষ্ঠ।
- আমি অনেক চোখ দেখেছি। কিন্তু আপনার চোখের মত চোখ আমি কখনই দেখি নাই। ওই দুটি চোখ যেন চোখ নয়, এ যেন এক বিশাল সমুদ্র।
- চোখ যে মানুষের মনের কথা বলে তা আমি তোমার চোখ দেখেই বিশ্বাস করেছি। কারন তোমার চোখ তোমার মনের সব কথাই বলে দিচ্ছে।
- আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমি সব কিছু ভুলে যাই, আর তুমি যখন আমার দিকে তাকাও তখন আমার মনে হয় আমি তোমার চোখে আকাশ দেখতে পাই।
- চোখ মানুষের শরীরের ভাষা প্রকাশ করে। কারন চোখের ইশারাই অনেক কথাই বলা সম্ভব। তাই চোখের ভাষা বুঝতে পারা খুবি জরুরী। আমি তোমার চোখের সব ভাষা বুঝতে চাই।
- একজোড়া মায়াবী চোখের প্রেমে আমি পড়েছি। যে চোখের মাঝে আমি আমার সব হাসি ও আনন্দ দেখতে পাই, সেই দুটি চোখ হচ্ছে তমার চোখ।
মেয়েদের চোখের প্রশংসা করার স্ট্যাটাস
কিছু কিছু সময় আছে যখন একজন অপর জনকে সরাসরি কিছু বলতে পারে না। তখন মানুষ ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করা হয়। তেমন একটি মাধ্যম হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাসের মাঘ্যমে আপনি অনেক কিছুই বলতে পারবেন যা আপনি সামনা সামনি বলতে পারবেন না। আসুন আমরা এখন জেনে নেই কিছু প্রশংসা বাক্য যা একজন ছেলে একজন মায়ের চোখ দেখে বলে থাকে।
- তোমার চোখে আমি শান্তি খুঁজে পাই, যা আমি আর কথাও খুঁজে পাই না।
- তোমার চোখ যদি একটি সাগর হতো তাহলে আমি সেই সাগরে সব সময় ডূবে থাকতাম।
- আমার পাগল করার জন্যে শুধু তোমার দুটি চোখই যথেষ্ঠ।
- আমি প্রথম যেদিন তোমার চোখ দেখেছিলাম, তখন থেকেই আমি তোমার চোখের প্রেমে পরে যাই।
- আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন মনে হয় আমি সব কিছুই ভুলে যাই, আর আমি ওই সৌন্দোর্যের দিকে তাকিয়ে আমার সব কষ্ট ভুলে যেতে চাই।
- অল্প স্বল্প বিষয়েই যে চোখ হয় অভিমানে সিক্ত, সে চোখ ভালোবাসতে পারে মাত্রাতিরিক্ত।
- আবার কখনো হয় অশ্রুশিক্ত। অবস্থার উপর ভিত্তি করে আমাদের চোখের ভাষা পরিবর্তন হতে থাকে। চোখের সেই ভাষাটি।
- চোখের দিকে তাকিয়েই আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। এটা করার জন্য আপনাকে অবশ্যই অন্যদিকে তাকাতে হবে।
- চোখকে তার আপন খেয়ালে চলতে দাও। আপন খেয়ালেই একদিন সে নিজের গন্তব্যে পৌঁছে যাবে।
- তোমার চোখ পদ্ম ফুলের মত। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তাই।
- সকলেরই দুটো চোখ রয়েছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়।
- যদি কেউ নারীকে তার চোখ দেখে ভালবেসে ফেল তবে তা ভুল । কারণ চোখের ভাষা আর মনের ভাষা এক নয়।
- অল্প স্বল্প বিষয়েই যে চোখ হয় অভিমানে সিক্ত, সে চোখ ভালোবাসতে পারে মাত্রাতিরিক্ত।
মেয়েদের চোখের সৌন্দর্যের কবিতা
অভিমানী দৃষ্টি
দৃষ্টি দিয়ে দংশিবে হায়, মতি বোঝা দায়
চোক্ষে যেন অগ্নি ঝরে- কি করিবো হায়!
অভিমান-অনুযোগের মিশেল চোখের পাতায়
তল হারিয়ে ঠাই না পায় চোখের গভীরতায়।
মায়ার বদলে সেথায় দেখি ক্রোধের তরী
তবুও চোখে জল জমেছে, যেন ঝরবে অশ্রুবারী!
অব্যক্ত কথারা বুঝি ভাসে চোখের কোনে
নির্লিপ্ততা গেলেও দেখা মনটা সবই জানে।
ক্রোধান্বিত চোখের পানে তাকিয়ে থাকা দায়,
উদাসী চাহনীতে ঠিকই তোমায় জড়ায়
চোখের ভাষা ঐ হৃদয়ের আরশি,
হেথায় কোন কপটতা নেই, অক্ষি দুঃসাহসি।
শেষ কথা
প্রিয় পাঠক, আমরা আজকে মেয়েদের চোখের সৌন্দর্যের বিষয়ে কথা বলেছি। আশা করি আমাদের এই পষ্টি আপনাদের ভাল লাগবে। এরক আরো সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
আরো পড়ুন-
বিয়ে নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, বাণী ও কবিতা- মজার উক্তি
ছেলেকে নিয়ে বাবার স্ট্যাটাস, ক্যাপশন, পিতা-পুত্রকে নিয়ে কবিতা
কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস, বাণী ও হাদিস
স্বামীকে খুশি করার এসএমএস – ভালোবাসায় সিক্ত এস এম এস
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কবিতা
জোছনা বিলাস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা
সংসার নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা