কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস, বাণী ও হাদিস

এই দুনিয়াতে এমন এক সময় ছিল, যখন মানুষ তাদের কন্যা সন্তানকে বোঝা মনে করত। সেই যুগে যদি কারো কন্যা সন্তান হতো তাহলে সেই কন্যা সন্তানের সাথে মানুষ খুবি নির্মম অত্যাচার করতো। কিন্তু ইসলামের কারনে দিনে দিনে সেই কন্যা সন্তান মানুষ ভালোবাসতে শুরু করেছেন। আমরা আজকে কন্যা সন্তান নিয়ে কিছু সুন্দর সুন্দর ইসলামিক স্ট্যাটাস দেখবো। konna shontan niye islamic status, bani o hadis

কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস

কন্যা সন্তানকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। মহান আল্লাহপাক যাকে কন্যা সন্তান দান করেন তাকে খুবি ভাগ্যবান মনে করা হয়। একজন বাবার কাছে তার কন্যা খুবি আদরের এবং ভালোবাসার। আসুন এখন আমরা দেখে নেই কিছু সুন্দর স্ট্যাটাস। যা আমরা অন্যদের মাঝে শেয়ার করতে পারি।

  • কন্যা সন্তান হচ্ছে আল্লহর রহমত, আল্লাহ্‌ যাকে ভালোবাসেন তাকে কন্যা দান করে থাকেন।
  • একজন বাবা জানেন যে তার কাছে তার কন্যা কতটা প্রিয়।
  • কন্যা সন্তান যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরটা হাসি আনন্দে ভরে উঠবে।
  • মেয়েরা তার বাবা মায়ের খুবি আপন হয়ে থাকে, তাঁরা যে কতটা আপন হয় তা তাদের বিয়ের সময়ই বোঝা যায়।
  • একটি ঘরে যদি মেয়ে থাকে তাহলে সেই বাবা মায়ের আদর যত্নের আর কোন কমতি হয়না।
  • মেয়ের বাবা মা যখন তাদের মায়েকে পায়, তখন যেন তাঁরা তাদের নুতুন মাকে পায়।
  • মেয়ে সন্তান যে ঘরে আসে কন্যা সন্তান তিনটি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসেন। কন্যা সন্তানের বাবা-মা হওয়া পরম সওয়াব ও সৌভাগ্যের।
  • মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে কন্যা সন্তান মাতা-পিতার জন্য একটি বিশেষ শ্রেষ্ট নেয়ামত।
  • মেয়ে সন্তান যে ঘরে আসে কন্যা সন্তান তিনটি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসেন। কন্যা সন্তানের বাবা-মা হওয়া পরম সওয়াব ও সৌভাগ্যের।
  • বাবা আর মেয়ের সম্পর্ক যে কতটা মধুর তা একজন বাবা না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়।
  • প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজ কন্যা। ভাল থাকুক পৃথীবির সকল রাজকন্যারা।

konna shontan niye islamic bani o hadis

কন্যা সন্তান নিয়ে ইসলামিক উক্তি

আল্লাহ্‌র দেয়া কন্যা সন্তান যে কতো বড় নেয়ামত তা বলে শেষ করা যাবেনা। আমরা আমাদের কন্যা সন্তানকে খুবি ভালোবাসি। আমাদের ইসলাম ধর্মেও তাদেরকে অনেক সম্মান প্রদান করেছেন। এক সময় তাঁরা খুবি অবহেলার পাত্রি ছিলেন । কিন্তু ইসলাম দিয়েছেন তাদের প্রাপ্য সম্মান। আসুন আমরা এখন জানি কন্যা সন্তান নিয়ে আমাদের ইসলামে কি বলা হয়েছে।

আমরা আরো অনেক মনীষিগণদের উক্তিও জানবো। আসুন তাহলে আমরা জেনে নেই কন্যা সন্তান নিয়ে কিছু উক্তি।

  • রাসূলুল্লাহ (সা.) আরো ইরশাদ করেন, ‘যার গৃহে কন্যা সন্তান জন্ম গ্রহন করল, অতঃপর সে তাকে (কন্যাকে) কষ্টও দেয়নি, তার ওপর অসন্তুষ্ট ও হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে মহান আল্লাহ তায়ালা তাকে বেহেশতে প্রবেশ করাবেন।’ (মুসনাদে আহমদ, ১:২২৩)
  • যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন-পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। (জামে তিরমিযী, হাদীস ১৯১৩)
  • কন্যা সন্তান আল্লাহর দান যার একটি কন্যা সন্তান হবে সে একটি জান্নাত পাবে।
  • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “ওই স্ত্রী তার স্বামীর জন্য অধিক বরকতময় যার দেনমোহরের পরিমাণ কম হয় এবং প্রথম সন্তান কন্যা সন্তান হয়।”
  • যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে অথবা দু’জন কন্যা সন্তান বা বোন আছে। সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তায়ালাকে ভয় করেছে। তার জন্য রয়েছে জান্নাত।’ (জামে তিরমিযী, হাদীস ১৯১৬)
  • মা এবং কন্যাগুলি একসাথে গণনা করা একটি শক্তিশালী শক্তি। – মেলিয়া কিটন-ডিগবি
  • আমাদের সমাজটা বড়ই অদ্ভুত গর্ভে কন্যা সন্তান চায় না। কিন্তু ছেলের বিয়ের জন্য সুন্দরী মেয়ে চায়।
  • একটি ছোট্ট নিষ্পাপ কন্যা শিশু তার বাবার কাছে দৌড়ে আসছে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! আল্লাহ যেন প্রতিটি বাবাকে এরকম সৌভাগ্য নসিব করেন।
  • ‘যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখ অন্ধকার হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সে ভাবে, অপমান সহ্য করে তাকে থাকতে দেবে নাকি তাকে মাটির নিচে পুতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট।’ -(সুরা আন-নাহল, আয়াত : ৫৮-৫৯)
  • উকবা ইবনে আমার (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যার তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে এবং তাদেরকে যথাসাধ্য উত্তম পোশাকাদি দেয়, তারা তার জন্য দোযখ থেকে রক্ষাকারী প্রতিবন্ধক হবে (আবু দাউদ, ইবনে মাজাহ)।

শেষ কথা

কন্যা সন্তান আলহর যে রহমত ও বরকত বয়ে নিয়ে আসে তা যেন সব বাবা মায়ের কপালেই জুটে। প্রিয় পাঠক, আশা করি আমাদের পোষ্টি আপনাদের ভাল লেগেছে। যদি আমাদের পোষ্টি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

আরো পড়ুন-

স্বামীকে খুশি করার এসএমএস – ভালোবাসায় সিক্ত এস এম এস

প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কবিতা

জোছনা বিলাস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

সংসার নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা ঈদ নিয়ে উক্তি 

কাজ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কবিতা

গভীর ভালোবাসার মেসেজ – যা দেখে আপনার প্রিয়তমা হয়ে যাবে ফিদা

স্বার্থপর বন্ধু নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

বউ নিয়ে উক্তি ,স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

Leave a Comment