গরীব মানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

মানুষ সব সময়ই মানুষ, হোক সে গরীব বা ধনী। মানুষে মানুষে কোন ভেদাবেদ করা উচিত নয়। আমরা সবাই এক সৃষ্টি কর্তার সৃষ্টি। কিন্তু এখনকার দিনে মানুষ আর মানুষের জন্যে কাদে না। তারা সবাই নিজের চাহিদা নিয়ে ব্যাস্তো। পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা কিনা দারিদ্র সীমার নিচে বসবাস করেন। gorib manush niye ukti status o kobita

আমরা আজকে সেই সব গরীব মানুষদের নিয়ে কথা বলবো। যারা সমাজের নিপিড়ীত, এবং অবহেলিত , এক ধরনের জুলুমকারী ধনীদের ধারা জুলুমের শীকার হয়ে আচ্ছে। আসুন তাহলে দেখে নেয়া যাক গরীব মানুষ নিয়ে কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা।

গরীব মানুষ নিয়ে স্ট্যাটাস 

গরীবেরা তাদের হক থেকে সব সময় বঞ্চহিত থাকেন, তাদের হয়ে তাদের কথা বলার মতো মানুষ এখন আর সমাজে দেখতে পাওয়া যায় না। আসুন আমরা এখন এদের নিয়ে কিছু স্ট্যাটাস দেখে নেই যাতে করে আমরা সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করতে পারি।

  • সমাজে যদি গরীব না থাকতো তাহলে সমাজে ধনীদের কোন বাহাদুরি থাকতো না।
  • সমাজে ধনী, গরীব থাকবেই। সমাজের সবাই যদি এক হতো তাহলে দুনিয়ার কোন সৌন্দর্য থাকতো না। তাই সবাই মিলে মিশে বসবাস করতে হবে।
  • গরীবদের সম্পদ না থাকলেও তাদের থাকে অগাধ আত্মমর্যাদা, যা হারালে তাঁরা তাদের সব কিছু হারিয়ে গেছে মনে করেন।
  • গরীব হয়ে জন্মানোটা অন্যায় নয়ম বরং গরীব হয়ে মরাটা অন্যায়।
  • গরঈব মানুষের ঘড়ে হয়তো টাকা পয়শা থাকে না, কিন্তু তাদের ঘড়ে থাকে নিবীর শান্তি, যা হয়তো অনেক ধনী লোকের ঘরেও থাকে না।
  • আপনি যদি আপনার স্বপ্নের উপর বিশ্বাস রাখেন তাহলে একদিন আপনি আপনার লক্ষ্যে ঠিকিব পৌছে যাবেন, কিন্তু স্বপ্নই যদি না থাকে তাহলে আপনার জীবনে উন্নতি করা খুবি কষ্ট সাধ্য হয়ে যাবে।
  • ধনী হওয়াটা মোক্ষম নয়, বরং শান্তিতে থাকাটাই মোক্ষম হওয়া উচিত।
  • গরীব মানুষের মনে হিংসা থাকে কম,আর ঘনী মানুষের মনে থাকে প্রচুর হিংসা যা তাকে তলায় নামিয়ে দেয়।

গরীব মানুষ নিয়ে ক্যাপশন

কোন ধনী মানুষ যদি তার থেকে অপ্রক্ষাকৃত গরীব মানুষকে নিয়ে হিংসা করে থাকে তাহলে হিংসাকারীকে তার ফল অবশ্যই বহন করতে হবে। কারন হিংসা হচ্ছে পতনের মূল। আমরা এখন গরীব মানুষ নিয়ে কিছু ক্যাপশন দেখবো। আসুন তাহলে দেখে নেয়া যাক।

  • মানুষের জীবনে একবার হলেও অভাব কি জিনিস তা নিজের চোখের দেখা। তাহলে হয়তো ধনী হওয়ার পর আর তাদের ভিতরে হিংসা না জন্মায়।
  • দারিদ্রতা মানুষকে মানুষ চেনাতে সাহায্য করে, আমাদের দুর্দিনে আমাদের আপন জনকে চিনতে পারি ।
  • জীবনযে কি পরিমাণ কঠিন তা এক মাত্র গরীব মানুষেরাই ভালো করে উপলব্ধি করতে পারে, তাছাড়া তাদের এই কষ্ট আর উপলব্ধি করা সম্ভব নয়।
  • দারিদ্র যে সব সময় কষ্ট বয়ে আনে তা নয়, দারিদ্র মানুষকে অনেক শিক্ষা দিয়ে যায়। 
  •  যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা।
  • একজন দরিদ্র লোকও ভালো থাকার জন্যে প্রার্থনা করতে পারে।
  • দরিদ্র মানুষের ভিতরে মনটা অনেক বড় থাকে, কিন্তু ধনীদের ভিতরে মনের পরিমাণতা অনেক কম থাকে।

gorib manush niye ukti

গরীব মানুষ নিয়ে উক্তি

গরীব মানুষ নিয়ে আমাদের সমাজে অনেক রকম মতামত বা ব্যবহার রয়েছে। এক প্রকার মানুষ আছে যারা গরীব মানূষদেরকে সব সময় তুচ্ছ্য তাচ্ছিল্ল করে থাকে,যা গরীব দেরকে খুবি কষ্ট দেয়। আমাদের উচিত তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করা, তাদের বিপদে আপদে সাহায্য করা। আসুন আমরা এখন গরীব মানুষ নিয়ে কিছু উক্তি দেখে নেই।

  • দরিদ্র মানুষের একমাত্র যেটি প্রয়োজন সেটি হচ্ছে সুযোগ।— ড. মুহাম্মদ ইউনূস
  • গরীবের হাতে যদি প্রয়াসের আগুন থাকে, তাহলে সে নিজেকে প্রতিষ্ঠিত করার শক্তি অর্জন করে।
  • যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য তুমি মরতেও রাজি থাকো, তবে জেনে রেখো টাকার অভাবে তোমার কোনো স্বপ্নই আটকে থাকবে না।— জ্যাক মা।
  •  মাঝে মাঝে মন খারাপেরও কোনো কারন পাই না কারন পাই না একাকিত্বেরও শুধু বুঝতে পারি আমি ভালো নেই
  • ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।— সুকান্ত ভট্টাচার্য
  • যার কাছে আপনার অস্তিত্বের কোন মূল্য নাই,কথার মুল্য নেই, তার কাছে ভালোবাসার মূল্য খোঁজা পাগলামী ছাড়া আর কিছুই না, না পাওয়ার নামটাই হয়তো কষ্ট।
  • .টাকার অভাব নিয়ে চিন্তা ও চিন্তার কারণে মানুষের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এবং সমাজে মানবাধিকার
  • দারিদ্রতা শুধু টাকার কমতি নয়, বরং নিজের কাজ করার সামর্থ্য আছে এটা বোঝার অক্ষমতাও দারিদ্রতা।— অমর্ত্য সেন
  • টাকার অভাব ব্যক্তিকে দারিদ্র্য এবং অস্থিরতার মধ্যে ফেলে দেয়।

গরীব মানুষ নিয়ে কবিতা

গরীব মানূষেরা যুগের পর যুগ ধনীদে থেকে নীপিরন করে আসচ্ছে। আর এ সকল কথা নিয়ে কবগণ তৈরি করেছেন নানা রকম কাবতা। আসুন তাহলে দেখে নেই গরীব মানুষ নিয়ে কিছু কবিতা।

গরিব মানুষ পায়না খাবার

নাই যে থাকার ঠাই ,

কখন কোথায় থাকে তারা

কিছুই জানা নাই ।

রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে

পায়না কোন কাজ ,

ক্ষুধায় তাদের পেট পুরেনা

দু:খ সকাল সাঝ।

মাথা গোজার জায়গা তো নাই

ঠান্ডা কিংবা গরমে ,

রাতটা কাটে কষ্ট করে

ফুটফাতে বা প্লাটফর্মে ।

শেষ কথা

প্রিয় পাঠক, আশা করি এই পোষ্টি আপনাদের ভাল লাগবে। আমরা এই পোষ্টতে গরীব মানুষদের নিয়ে কিছু স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা তুলে ধরেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আরো সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। 

Leave a Comment