বিমানে কি কি নেয়া যাবে না-বিমানের লাগেজ বিধিমালা ২০২৩

বাংলাদেশে অনেক আগে থেকেই প্রবাসিরা তাদের শ্রম দিয়ে দেশের জন্যে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তাঁরা তাদের পরিবার পরিজন রেখে বিদেশের মাটিতে পরিশ্রম করে দেশের উন্নয়নে ভূমিকা পালন করে থাকেন। কিন্তু তাঁরা এয়ারপোর্টে নানা রকম ঝামেলার শিকার হয়ে থাকেন। তাদের লাগেজ নিয়ে অনেক সময় অনেক রকম হয়রানী হতে হয়। bimane ki ki neya jabe na o ki neya jabe

তাই আজকে আমরা জানবো বিমানের লাগেজ বিধিমালা সম্পর্কে। যেন আমরা যারা আকাশ পথে ভ্রমন করে থাকি তাদেরকে কোন প্রকার হয়রানীর শিকার হতে না হয়। আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস এয়ারপোর্টে ফেলে যাই বা যেতে বাধ্য হই, কারন আমরা জানিনা যে কোন কোন সামগ্রী কোথায় বহন করা যাবে আর কোথায় বহন করা যাবে না। আসুন তাহলে জেনে নেয়া যাক।

হ্যান্ড ক্যারি লাগেজে কি কি নেয়া যাবে

আপনি যখন আপনার ভ্রমনের জন্যে বিমানের টিকিট কাটবেন তখন দেখবেন সেখানে ২ রকমের লাগেজ নেয়ার কথা বলা আছে। যেমনঃ

  1. হ্যান্ড ক্যারি লাগেজ
  2. বুকিং লাগেজ

আমরা প্রথমে আলোচনা করবো হ্যান্ড ক্যারি লাগেজ নিয়ে। হ্যান্ড ক্যারি লাগেজটি খুবি গুরুত্বের সাথে চেকিং করা হয়ে থাকে,কারন এই লাগেজটি যাত্রি তার সাথে বহন করে থাকে তার কেবিনের সাথে, এই লাগেজটি গুরুত্বের সাথে চেক দেয়ার কারন হচ্ছে সুরক্ষার জন্যে। কোন যাত্রি যেন কোন প্রকার বেআইনি মালামাল বহন করতে না পারে সেই জন্যে। এখন আসুন দেখে নেই আপনি এখানে কিকি নিতে পারবেনঃ

আপনি এখানে সকল প্রকার কাপড়, চকলেট, খাতা, বই, ইত্যাদি বহন করতে পারবেন,কিন্তু আপনি আপনার সাথে করে নেয়ার ব্যাগটিতে কোন প্রকার তরল পদার্থ বহন করতে পারবেন না। এছাড়াও আপনি কোন প্রকার ধারাল বস্তু যেমন ছুড়ি,চাকু, নেট কাটার,সকল প্রকার দায্য পদার্থ ইত্যাদি আপনি

আপনার সাথের ব্যাগটিতে বহন করতেও পারবেন না। এছাড়া দায়িত্বশীল কর্মকর্তা যদি সন্দেহ হলে আপনার লাগেজটি উনি খুলে চেক করবেন। তাই বিমানে ভ্রমন করার পুর্বেই আপনাকে জানতে হবে যে কোন কোন সামগ্রী আপনি আপনার লাগেজে বহন করতে পারবেন না। 

Bimaner lagej bidhimala

বুকিং লাগেজে যা নেয়া যাবে

এখন আসি বুকিং লাগেজে আপনি কি সামগ্রী বহন করতে পারবেন তা জেনে নেই। আমরা যখন দেশের বাহরে যাই বা বাহির থেকে দেশে আসি তখন আমাদের সাথে অনেক কিছুই বহন করতে হয়। কিন্তু আমরা অনেক সময় আমাদের মালামাল হারিয়ে ফেলি, কিন্তু আমরা জানিনা যে আমাদের ব্যাগের মালামাল শুল্ক বিভাগ অবৈধ ঘোষণা করেছেন। তাই আমরা কোন মালামাল বহন করতে পারব তা জানা থাকা জরুরী।

আমরা আমাদের বুকিং লাগেজে সকল প্রকার তরল পদার্থ যেমন কসমেটিক্স,লোশন, স্নো,তেল ইত্যাদি বহন করতে পারবেন, আপনার সকল প্রকার কুকারিজ আইটেম যেমন ছুড়ি, চাকু, ইত্যাদি বহন করতে পারবেন। আপনি ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার বিনা করে বহন করতে পারবেন, বা বিদেশ থেকে আনতে পারবেন। এর থেকে বেশি আনতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমান কর পরিশোধ করতে হবে।

আপনি যদি স্বর্নের বার আনে চান তাহলে আপনাকে সব রকম পরিমানের জন্যই কর পরিশোধ করতে হবে। এছাড়া কোন প্রকার অবৈধ সামগ্রী আপনি বহন করতে পারবেন না। স্কানের মাধ্যমে চেক করার পর যদি কর্মকর্তাদের সন্দেহ হয় তাহলে তাঁরা আপনার ব্যাগটি খুলে চেক করতে পারেন, এবং যে গুলো অনুমোদনহীন সামগ্রী তা তাঁরা যব্ধ করে নিবে। তাই আপনাকে এই বিষয়ে খুবি সচেন থাকতে হবে।

বুকিং এর নীতিমালা

আপনার টিকিটে আপনার বুকিংয়ের ওজন উল্লেখ থাকবে, সেই হিসেবে আপনি আপনার ব্যাগ প্রস্তুত করবেন, ধরুন আপনার যদি ৪০ কেজি বুকিং থাকে তাহলে আপনি ১ ব্যাগের ওজন সর্বচ্চো ৩০ কেজি পর্যন্ত করতে পারবেন। এবং বাকি মাল আপনি আলাদা ব্যগে নিবেন। 

আকাশ, স্থল বা জলপথে আসা একজন অসুস্থ, পঙ্গু বা বৃদ্ধ যাত্রীর ব্যবহারের জন্য চিকিৎসা যন্ত্রপাতি বা হুইল চেয়ার আনার জন্য কোন প্রকার শুল্ক ও কর দিতে হবে না।

 বিদেশি টেলিভিশন ২৯ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্তভাবে আনা যাবে। আর টেলিভিশন যদি ৩০-৩৬ ইঞ্চি হয় তাহলে ১০ হাজার টাকা, ৩৭-৪২ ইঞ্চি হলে ২০ হাজার, ৪৩-৪৬ ইঞ্চি হলে ৩০ হাজার, ৪৭-৫২ ইঞ্চি হলে ৫০ হাজার, ৫৩-৬৫ ইঞ্চি হলে ৭০ হাজার এবং ৬৬ ইঞ্চির বেশি হলে ৯০ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

শেষ কথা

প্রিয় পাঠক, আপনারা যারা বিদেশে যাওয়ার জন্যে বা দেশে আসার জন্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রতি রইল আমাদের পক্ষ থেকে শুভকামনা, আপনাদের যাত্রা শুভ হক। আশা করি আমাদের এই পোষ্টি আপনাদের উপকারে আসবে। এরকম আরো উপকারি পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

আরো পড়ুন-

ভাগ্য নিয়ে স্ট্যাটাস, উক্তি ও হাদিস

ইমোশনাল স্ট্যাটাস, আবেগ ভরা উক্তি ও ছন্দ

কাজ নিয়ে স্ট্যাটাস, উক্তি ও কবিতা

গ্রাম নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

হাতপাখা নিয়ে স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা

গরমে ত্বকের যত্ন কিভাবে নেব

গরমে নবজাতক শিশুর যত্ন-শিশুকে সুস্থ রাখতে মেনে চলুন এই টিপস গুলো

বাংলাদেশে লোডশেডিং এর কারণ কি- লোডশেডিং থেকে রক্ষার উপায়

Leave a Comment