রোদেলা দুপুর নিয়ে ক্যাপসন,স্ট্যাটাস ও কবিতা।দিনের শুরু হয় সকাল দিয়ে,আর সকাল পেরিয়ে আসে দুপুর।আর দুপুরেই শুরু হয় রোদের ঝিলিমিলি খেলা।খেলাটা থাকে বিকেল পর্যন্ত।যেই দিনটা সুন্দর সকাল দিয়ে শুরু হয় তার দুপুরটা বেশির ভাগি থাকে রোদেলা। আর রোদেলা দুপুর সবসময় ঝলমলে হয় না। Rodela dupur niye caption
কখনো কখনো রোদেলা দুপুর ডেকে যায় মেঘে মেঘে,আর নামে পরে ঝুম বৃষ্টি। খানিক খন বৃষ্টির পরে হয়তো আবার হয়ে উঠে ঝিল মিলে দুপুর। সবি প্রকৃতির খেলা, সে খেলায় কখনো রোদ আবার কখনো থাকে বৃষ্টি।আর এই বৃষ্টি আর রোদ নিয়েই হয়ে থাকে একটি সুন্দর দিন।
রোদেলা দুপুরের চিত্র
রোদেলা দুপুরে আমরা অনেক রকম চিত্র দেখতে পাই,বিশেষ করে গ্রামে দেখা যায় রোদেলা দুপুরের আসল চিত্র। তক্ত দুপুরে ক্লান্ত কুকুরটা হাপিয়ে চলে,পাড়ার ছেলে মেয়েরা দল বেধে নামে পুকুরে গোছল করতে,তাদের মায়েরা ডাকতে আসার আগ পর্যন্ত তারা পুকুর থেকে উঠে না, মেঠো পথে ক্লান্ত কৃষক হন হনিয়ে চলে তার মাথায় ধান বা পাট নিয়ে,গ্রাম্য মহিলারা তাদের খড় খুটা শুকানো নিয়ে ব্যাস্তো হয়ে থাকে। চাতক পাখিরা চেয়ে থাকে বৃষ্টির আশায়।
এরকম আরো হাজারো চিত্র দেখা যায় গ্রামে গঞ্জে ও শহরে।আর এসব নিয়েই বয়ে চলে একটি দিন একটি মাস ও বছর। দিন মুজুর ভায়েরা কাজের আশায় আসে এক গ্রাম থেকে অন্য গ্রামে।যদি রোদেলা দুপুর থাকে তাহলে তারা কাজ করতে পারে,আর যদি বৃষ্টির দিন থাকে তাহলে তাদের কাজ না করেই শূন্য হাতে ফিরতে হয় বাড়ি। তাদের আর কেনা হয় না সারা দিনের রসদ পত্র।অর্ধ আহারে কাটাতে হয় তাদের দিন।
রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন
রোদেলা দুপুর নিয়ে আজকে আমরা জানবো কিছু ক্যাপ্সহন,কারন আমাদের দেশে এখন চলছে তাপদাহ,এই রোদে আর গরমে মানুষের জীবন উষ্ঠাগত, গরমে মানুষ ,পশু পাখি সবারি হচ্ছে অনেক কষ্ট। তাই আমরা নিয়ে এলাম রোদেলা দুপুর নিয়ে কিছু কথা,ক্যাপশন। যাতে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুভুতিগুলো শেয়ার করতে পারি।
- প্রতিদিন দুপুরবেলায় নতুন সূর্যের নতুন আলো কি যে লাগে ভালো।
- মানুষ বড়ই আজব সফলতা চায়, কিন্তু কেউই দুঃখের রোদে পুড়তে চায় না।
- কেন বারে বারে তোমার আকাশে হালকা মেঘের সাথে সূর্যটা লোকা চুপি খেলে আর আমার আকাশে সূর্যটা যেন কড়া।
- মাঝে মাঝে দুপুর বেলায় ঘন বৃষ্টির পর সূর্যটা যেন রোদেলা হয়ে ওঠে।
- এক পশলা বৃষ্টির পরে একটু রোদের মতো ই, আমি আমার ভালোবাসায় তোমাকে স্নিগ্ধ করতে চাই।
- মেঘের আড়ালে যেভাবে সূর্য লুকায়, স্নিগ্ধ রোদের আলো ও তেমন আলতো করে ঠোঁটে ছুঁয়ে যায়।
- মানুষ সফলতা চায়, শুধু কেউ দুঃখের রোদে পুড়তে চায় না।
রোদেলা দুপুর নিয়ে স্ট্যাটাস
রোদেলা দুপুর নিয়ে স্ট্যাটাস।রোদেলা দুপুর মানে কর্মব্যস্ত এক দুপুর,সবাই সবার কাজ নিয়ে ব্যস্তো থাকে।কারো যেনো কনো বিরাম নেই। এখনকার দিনে দুপুর মানে তক্ত রোদ ,রোদের দিনে বাহিরে যাওয়াই আমাদের কষ্ট,কিন্তু কৃষকদের যেন কন বিরাম নেই। এখন আসুন আমরা জেনে নেই কিছু রোদেলা দিন নিয়ে স্ট্যাটাস,যেন আমরা তা স্যোসাল মিডিয়ায় শেয়ার করতে পারি।
- অবাধ্য রোদ আর অসহ্য দুপুর। তবুও তুমি আর আমি মিলে এক প্রশান্ত মুহুর্ত।
- প্রতিদিন সূর্যের নতুন রোদ, একেকটা নতুন স্বপ্নের সূচনা করে।
- এক পশলা বৃষ্টির পরে একটু রোদের মতো ই, আমি আমার ভালোবাসায় তোমাকে স্নিগ্ধ করতে চাই।
- যেই রোদ তোমারও সেই রোদ আমার ও। শুধু তোমার আকাশে স্নিগ্ধ রোদ, আর আমার আকাশে কড়া।
- যদি প্রহর শেষে প্রথম রোদে তোমার হৃদয় জাগে, তবে আমার আকাশ মেঘলা থাকুক তোমার মায়ার ছলে।
- মেঘের আড়ালে যেভাবে সূর্য লুকায়, স্নিগ্ধ রোদের আলো ও তেমন আলতো করে ঠোঁটে ছুঁয়ে যায়।
- যেই রোদ তোমারও সেই রোদ আমার ও। শুধু তোমার আকাশে স্নিগ্ধ রোদ, আর আমার আকাশে কড়া।
- যদি প্রহর শেষে প্রথম রোদে তোমার হৃদয় জাগে, তবে আমার আকাশ মেঘলা থাকুক তোমার মায়ার ছলে।
- কথায় আছে, প্রভাতের প্রথম রোদ যখন কারো মুখে পড়ে, তার হৃদয়ে হাজারো বৃষ্টি কনা ঝংকার দিয়ে ওঠে।
রোদেলা দুপুর নিয়ে কবিতা
রোদেলা দুপুর নিয়ে আমরা অনেক কিছুই জানতে পারলাম,এখন আমরা জানবো রোদেলা দুপুর নিয়ে কবিতা।রোদেলা দুপুর নিয়ে অনেক কবিগন অনেক কবিতা রচনা করেছেন।রোদ্র উজ্জল দিন নিয়ে বাঁ দুপুর নিয়ে।এখন আমরা তাই জানবোঃ
রোদেলা
রোদ লেগেছে চোখের তাঁরায়, রোদ মেখেছি গায়
রোদ মাখা ঐ আলোর হাসি, হৃদয়টা ঝলকায়।
রোদ লেগেছে মনের কোনে উষ্ণ করে বন,
রোদের তাপে জ্বলছে তনু, মোহ সারাক্ষণ।
মোহ মোহ রোদের মোহ, আত্মহুতি ঘ্রাণ
খুব সহজে ঝাঁপিয়ে পড়ে, বিকিয়ে দিলাম প্রান।
প্রান দিয়ে আজ প্রেম খুঁজেছি, রোদের আলোর কাছে,
প্রান হারিয়ে রোদের প্রানে, জীবন আমার বাঁচে।
জীবন আমার প্রান পেয়েছে, রোদের তাপে এসে,
যাক না কেটে এমনি করে, রোদকে ভালোবেসে।।
কখন সোনার রোদ
কখন সোনার রোদ নিভে গেছে — অবিরল শুপুরির সারি
আঁধারে যেতেছে ডুবে — প্রান্তরের পার থেকে গরম বাতাস
ক্ষুধিত চিলের মতো চৈত্রের এ অন্ধকার ফেলিতেছে শ্বাস;
কোন চৈত্রে চলে গেছে সেই মেয়ে — আসিবে না করে গেছে আড়ি :
ক্ষীরুই গাছের পাশে একাকী দাঁড়ায়ে আজ বলিতে কি পারি
কোথাও সে নাই এই পৃথিবীতে তাহার শরীর থেকে শ্বাস
ঝরে গেছে বলে তারে ভুলে গেছে নক্ষত্রের অসীম আকাশ,
কোথাও সে নাই আর — পাব নাকো তারে কোনো পৃথিবী নিঙাড়ি?
এই মাঠে — এই ঘাসে ফল্সা এ-ক্ষীরুয়ে যে গন্ধ লেগে আছে
আজও তার যখন তুলিতে যাই ঢেঁকিশাক — দুপুরের রোদে
সর্ষের ক্ষেতের দিকে চেয়ে থাকি — অঘ্রাণে যে ধান ঝরিয়াছে
তাহার দু-এক গুচ্ছ তুলে নিই, চেয়ে দেখি নির্জন আমোদে
পৃথিবীর রাঙা রোদে চড়িতেছে আকাঙ্ক্ষায় চিনিচাঁপা গাছে —
জানি সে আমার কাছে আছে আজো — আজো সে আমার কাছে কাছে।
শেষ কথা
প্রিয় পাঠক ,আশা করি আমাদের এই পোষ্টি আপনাদের ভালো লেগেছে,আমরা সবসময় চেষ্টা করি আপনাদের প্রোযোজন মতো পোষ্ট দেয়ার।আমাদের পোষ্ট নিয়ে যদি আপনাদের কনো পরামর্শ থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন।পরবর্তি পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।
আরো পড়ুন-