বাংলা ভাষায় রয়েছে অনেক মন মাতান রোমান্টিক সব গান, যে গান গুলো আমাদের বিনদনের অনেক বড় উৎস। আমাদের বাংলা গানের অনেক সুনাম রয়েছে। রয়েছে অনেক বিখ্যাত সব গান। যা বছরের পর বছর ধরে বাংলা ভাষা ভাষী মানুষদেরকে বিনদিত করে আসছে। অনেকের তো গান না শুনলে ঘুম আসে না। আবার অনেকের গান হল মন ভাল করার অন্যতম উপায়। Bangla Romantic ganer Line Caption o Status
আমরা সবাই কম বেশি গান পছন্দ করে থাকি, গানের কথা মালা আমাদের মুগ্ধ করে দেয়। আমরা অনেক সময় গানের কথা নানান ভাবে ব্যাবহার করে থাকি।অনেক রোমান্টিক গান আমাদের মনকে রোমান্সিত করে দেয়,আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো কিছু রোমান্টিক গানের অংশ বিশেষ
বাংলা রোমান্টিক গানের লাইন
কিছু বাংলা রোমান্টিক গানের অংশ আপনাদের মাঝে তুলে ধরা হলো যা আপনারা আপনাদের ফেসবুকে ক্যাপশন ব্যাবহার করতে পারবেন।আমরা এখন প্রায় সব কিছুই সোস্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি,আমাদের আবেগ আমাদের ভালবাসা,হাসি ও ব্যাথা-বেদনার কথা আমরা আমাদের বন্ধু দের সাথে শেয়ার করে থাকি, তাই আমরা সুন্দর কিছু ক্যাপশন খুজে থাকি, আসুন তাহলে জেনে নেয়া যাক।
যদি সুন্দর একটা মন পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম সদরঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম।
জল পড়ে ,পাতা নড়ে,
তোমার কথা হায় হায় মনে পরে !
জল পরে ,পাতা নরে
তোমার কথা হায় হায় মনে পরে !
সর্প দংশনে মারিয়া আবার ,ওঝা হও কেমনে..
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
তোমাকে চাই শুধু, তোমাকে চাই,
আর কিছু জীবনে পাই বা না পাই।
লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে
ও…লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে
না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে
না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে
লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে
ও…লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নিব না।
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের ডোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না,
বুকেরই ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না।
আমার জীবন তুমি, আমার মরণ তুমি,
আমার একলা আকাশ
থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে।
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
আমারো পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো।
তুমি ছাড়া আর এ জগতে মোর
কেহ নাই কিছু নাই গো॥
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলোতো?
লাল লাল গালে যার ছোট্ট তিল ,
তার সাথে হবে যে আমারি মিল,
এমন একটি মেয়ে যদি এতে দাও কেউ
আমি করবো তারে বউ,আমি করবো তারে বউ।
সোনা দানা দামী গহনা,তুমি গাছের পাতা ছিড়ে বানাও
আমার গহনা…সোনা দানা দামী গহনা।
জল পড়ে ,পাতা নড়ে,
তোমার কথা হায় হায় মনে পরে !
জল পরে ,পাতা নরে
তোমার কথা হায় হায় মনে পরে !
সর্প দংশনে মারিয়া আবার ,ওঝা হও কেমনে..
রোমান্টিক স্ট্যাটাস
আমরা সবাই এখন অনেক রোমান্টিক মনা মানুষ, আমরা সব সময় চিন্তা করি কি ভাবে রোমান্টিক হওয়া যায় বা কি ভাবে কিছু রোমান্টিক কথা বলা যায়। আমরা আমাদের স্ত্রী বা মেয়ে বান্ধবির সামনে সব সময় রোমান্টিক হতে চাই, কিন্তু আমরা অনেক সময় সব রকম কথা বলতে পারি না । তাই আমরা ব্যাবহার করি নানা রকম সোশ্যাল মিডিয়া।
যেখানে আমরা আমাদের মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারি। এবং আমদের প্রিয় মানুষেরা তা দেখতে পারে। আমরা যাকে মিন করে কথা গুলো বলি সে কিন্তু ঠিকি তা বুঝতে পারে। তাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিছু রোমান্টিক স্ট্যাটাস। যা দিয়ে আপনারা হতে পারেন অনেক রোমান্টিক মনা মানুষ আপনাদের প্রিয় মানুষের কাছে। আসুন তাহলে যেনে নেয়া যাকঃ
- ভালবাসা ভালবাসে শুধুই যে তাকে, ভালবাসা ভালবেসে বেধে যে রাখে।
- সঠিক ভালবাসা মানুষকে আসল মানুষ করে তোলে, কারন নকল ভালবাসা মানুষে অমানুষে পরিণত করে ফেলে।
- ভালবাসার মানুষকে কেউ কখন হারাতে চায় না, কারন ভালবাসা হারানোর ব্যাধা সবাই সইতে পারে না।
- বিশ্বাস আর ভালবাসা একই সুতায় বাধা, কোন একটি ছিরে গেলে অপরটি আর টিকে থাকে না।
- মানুষ প্রায় সব ধরনের ব্যাধা সইতে পারে, কিন্তু প্রিয়জনের দেয়া ব্যাধা আর সহ্য করতে পারে না।\
- মানুষ যখন প্রেমে পড়ে তার চার পাশ তখন রঙ্গিন হয়ে যায়। কিন্তু সেই ভালবাসা যখন হারিয়ে যায় তখন সব কিছুর রং হারিয়ে যায়।
- পথ চলতে দরকার একজন সঙ্গি,জীবন পারি দিতে দরকার সঙ্গিনী, যাকে সাথে নিয়ে খারাপ ও ভাল সব সময়ই পার করা যায়।
আরো পড়ুন-
বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য- রোমান্টিক এস এম এস ও স্ট্যাটাস
বিরিয়ানি নিয়ে স্ট্যাটাস, ছন্দো ও কবিতা
লোডশেডিং নিয়ে মজার স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা
ত্যাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা- কিছু কথা
ক্ষুধা নিয়ে স্ট্যাটাস,উক্তি ও কবিতা
পিছু টান নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা
রোদেলা দুপুর নিয়ে ক্যাপশন,স্ট্যাটাস ও কবিতা
মেয়েদের রাগ নিয়ে উক্তি,স্ট্যাটাস ও কবিতা